ডিলার পর্যায়ে জ্বালানি তেলের কমিশন নির্ধারণ করে দিয়েছে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার এক প্রজ্ঞাপনে বলা হয়েছে— জ্বালানি তেলের মূল্য পুনর্নির্ধারণ/সমন্বয়ের (বৃদ্ধি/হ্রাস) ক্ষেত্রে অবচয় এবং সকল খরচসহ ডিলার/এজেন্টস্ কমিশন এবং ট্যাংকলরির ভাড়াসহ অকটেনে ৪.২৮ শতাংশ, পেট্রোলে ৪.৩৪ শতাংশ, কেরোসিনে ২ শতাংশ ও ডিজেলে ২.৮৫ শতাংশ কমিশন নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ট্যাংকলরির ভাড়ার বিষয়ে বলা হয়েছে ডিপোর প্রথম ৪০ (যাওয়া আসা বাবদ ৮০ কিলোমিটার) কিলোমিটার দূরত্বে ১ লিটার ডিজেলের মূল্য প্রদান করতে হবে।
আর ৪০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারের জন্য ০.৫ লিটার ডিজেলের মূল্য প্রদান করতে হবে।
কেবল ৯ হাজার লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন লরির ক্ষেত্রে এ ভাড়া নির্ধারিত হবে। এর কম/অতিরিক্ত পরিবহনের ক্ষেত্রে আনুপাতিক হারে ভাড়া নির্ধারিত হবে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]