মার্কিন ভিসা নীতিকে সরকার পরোয়া করে না: কাদের
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩০
মার্কিন ভিসা নীতিকে সরকার পরোয়া করে না: কাদের
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে বর্তমান সরকার পরোয়া করে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।


২৩ সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যায় সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।


ওবায়দুল কাদের বলেন, শান্তিপূর্ণ অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে চায় আওয়ামী লীগ সরকার। অবাধ ও শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন যারা চায়, তাদের ভিসা নীতি নিয়ে কোন চিন্তা নেই। যারা নির্বাচন চায় না, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তাদের আন্দোলনের বারোটা বেজে গেছে। তারা এখন হতাশা থেকে সবকিছুতেই ইস্যু কিংবা আনন্দ খুঁজে বেড়াচ্ছে।


নির্বাচনী ব্যবস্থা নিয়ে দেশকে সংঘাতের ঠেলে দিচ্ছে বিএনপি উল্লেখ করে কাদের বলেন, আওয়ামী লীগ চায় বিএনপিসহ সবাই নির্বাচনে আসুক। তবে নির্বাচন বিরোধী সকল কিছু জনগণ প্রতিহত করবে।


ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, নির্বাচন হবে বাংলাদেশের গণতান্ত্রিক নিয়মে ভোট দেবে দেশের জনগণ। এখানে কেউ পর্যবেক্ষক পাঠাবে কি-না সেটি তাদের বিষয়, কেউ আসলে তাদেরকে সহায়তা করা হবে। গণতান্ত্রিক কোনো দেশ গুলোতে পর্যবেক্ষক পাঠাবে কিনা সেটা তাদের বিষয়।


আওয়ামী লীগের মনোবলের কোন ঘাটতি নাই বিএনপির থাকতে পারে বলে উল্লেখ করে তাদের বলেন, বিএনপি মরণ কামড় দিতে গিয়ে নিজেরাই মরার দশায় পড়ে কিনা সেটিই দেখার বিষয়।


এর আগে গত ১৬ সেপ্টেম্বর ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে সিঙ্গাপুর যান। সেদিন সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বাংলাদেশ সময় দুপুরে সিঙ্গাপুর পৌঁছান।


বিবার্তা/সোহেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com