সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন কাতার আর্মড ফোর্স ডেপুটি চিফ অব স্টাফ
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৪১
সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করলেন কাতার আর্মড ফোর্স ডেপুটি চিফ অব স্টাফ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এর সাথে কাতার সশস্ত্র বাহিনীর ডেপুটি চিফ অফ স্টাফ জেনারেল আবদুল রহমান নাসর আবদুল্লাহ আল-নাসর সৌজন্য সাক্ষাৎ করেছেন।


১৭ সেপ্টেম্বর, রবিবার ঢাকা সেনানিবাসের সেনা সদর দপ্তরে তারা সাক্ষাৎ করেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।


আইএসপিআর জানায়, সফরসঙ্গী হিসেবে ডেলিগেশন টিমের অপর সদস্য ছিলেন কাতার মিলিটারি ডেকোরেশনস অ্যান্ড মেডেলস পরিদপ্তরের ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল আবদুল আজিজ ঘানেম আল কুবাইসি। সৌজন্য সাক্ষাৎকালে উভয়েই ভ্রাতৃপ্রতিম দুই দেশের আর্মড ফোর্সেসের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রগুলোর ওপরে গুরুত্বারোপ করেন।


উল্লেখ্য, কাতার ডেলিগেশন টিম আগামী ২২ সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশে অবস্থানকালীন সেনাকল্যাণ সংস্থা পরিচালিত বিভিন্ন সামরিক পোশাক তৈরির প্রতিষ্ঠান পরিদর্শন ও বাংলাদেশ থেকে এ জাতীয় পোশাক আমদানির সম্ভাব্যতার বিষয়ে আলোচনা করবেন বলে জানা গেছে। কাতার ডেলিগেশন টিমের এই সফর দুই দেশের পারস্পরিক সম্পর্কোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।


বিবার্তা/রিয়াদ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com