সংসদ থেকে ছুটি পেয়েছেন সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০০:০৫
সংসদ থেকে ছুটি পেয়েছেন সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অসুস্থতার কারণে সংসদে দীর্ঘ অনুপস্থিতির ছুটি পেয়েছেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বর্তমানে তিনি সুইজারল্যান্ডে অবস্থান করছেন।


৫ সেপ্টেম্বর, মঙ্গলবার স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে তিনি ছুটি চান। তার ছুটির আবেদন পড়ে শোনান ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। পরে তা কণ্ঠভোটে পাস হয়।


শামসুল হক টুকু জানান, সংসদের কার্যপ্রণালি বিধির ১৭৯ (২) অনুসারে, চলতি বছরের ৯ জুলাই থেকে পরবর্তী ৯০ বৈঠকের জন্য ছুটি চেয়ে ইমেইলে আবেদন করেছেন মোশাররফ হোসেন।


আবেদনপত্রে খন্দকার মোশাররফ হোসেন বলেন, অসুস্থতাজনিত কারণে দীর্ঘদিন ধরে সংসদ অধিবেশনে যোগ দিতে পারছি না।উন্নত চিকিৎসার জন্য সুইজারল্যান্ডে অবস্থান করছি। ব্যাক পেইন, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, ব্লাড প্রেশারসহ নানান রোগের কারণে আরও দীর্ঘ দিন চিকিৎসা প্রয়োজন।


চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বলে আবেদনপত্রে তিনি জানান।


খন্দকার মোশাররফ হোসেন সুইজারল্যান্ড থেকে গণমাধ্যমকে জানান, তিনি ছুটির আবেদন করেছেন। তার শরীরের অবস্থা বেশি ভালো না।


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com