সাঈদীর মৃত্যুতে হাসপাতালে বিশৃঙ্খলা না করার অনুরোধ
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ২২:৪৮
সাঈদীর মৃত্যুতে হাসপাতালে বিশৃঙ্খলা না করার অনুরোধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার (১৪ আগস্ট) রাতে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএসএমইউ) তিনি মারা যান।


তার মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই বিএসএসএমইউ এর ডি ব্লকের সামনে উৎসুক জনতার ভিড় জমতে শুরু করেছে।


তবে হাসপাতালে কোন বিশৃঙ্খলা না করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল দেলোয়ার হোসেন।


তিনি বলেন, আমাদের দলের স্পন্দন, আমাদের হৃদয়ের ডাক দেলোয়ার হোসেন সাঈদী আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)। আমি সমস্ত অনুরাগী ভাইদের অনুরোদ করবো শোককে শক্তিতে পরিণত করুন। ধৈর্য ধারণ করুন। কোন রকম বিশৃঙ্খলা করা যাবে না, এটা আমাদের বৈশিষ্ট্য নয়। দেলোয়ার হোসেন সাঈদীর লাশ আমরা নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে জানাযা পড়বো। সে পর্যন্ত আপনারা ধৈর্য ধারণ করুন। এটা হাসপাতাল, অসংখ্য রোগী রয়েছে, তাদের যেন কোন সমস্যা বা কষ্ট না হয় সেদিকে সকলের খেয়াল রাখতে হবে।


মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।


এর আগে, ২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে গ্রেফতার হন দেলাওয়ার হোসেন সাঈদী। পরে একই বছরের ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।


বিবার্তা/এমই/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com