'বাংলাদেশে সাতজনে একজন বাস্তুচ্যুত হতে পারে'
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ০১:১৭
'বাংলাদেশে সাতজনে একজন বাস্তুচ্যুত হতে পারে'
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি আমিনা জে. মোহাম্মদ বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের প্রতি সাতজনে একজন বাস্তুচ্যুত হতে পারে। পাশাপাশি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে অনেক নিম্নাঞ্চল মারাত্মক ক্ষতির মুখে পড়বে। তাই প্যারিসচুক্তি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে হবে।


শনিবার (১ জুলাই) রাতে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে ‘রোড টু সাসটেইনেবল ডেভলপমেন্ট গোলস সামিট-২০২৩’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।


আমিনা জে. মোহাম্মদ বলেন, জলবায়ু এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) পদক্ষেপ একই মুদ্রার এপিঠ-ওপিঠ। দুর্ভাগ্যের বিষয়, জলবায়ুসহ অনেক এসডিজি সূচক ভুল দিক নির্দেশ করছে। মানুষের ক্ষয়ক্ষতি দ্রুতগতিতে বাড়ছে।


জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি সতর্ক করে বলেন, বিশ্বে কার্বন নিঃসরণ বাড়ছে। এতে বৈশ্বিক গড় তাপমাত্রা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে ছুঁতে যাচ্ছে দ্রুতই। জনসংখ্যার সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশ যাতে লাভবান হতে পারে। সেজন্য প্যারিসচুক্তি বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে।


তিনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণের ৮০ শতাংশ আসে জি২০ দেশগুলো থেকেই। কাজেই তাদের আরও পদক্ষেপ নেওয়া দরকার । কার্বন নির্গমন কমিয়ে আনতে তারা পরস্পরকে সহায়তা করতে পারে। এছাড়া জলবায়ু সংকটের কারণে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতির মুখে তাদের কষ্টের বোঝা কমিয়ে আনতে ধনী দেশ একে অপরকে সাহায্য করতে পারে।


টেকসই খাদ্যব্যবস্থা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব রুখতে জ্বালানি রূপান্তর, শিক্ষা, ডিজিটাল রূপান্তর, চাকরি আর সামাজিক সুরক্ষার দিকে বেশি নজর দেওয়ার কথা বলেন জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি।


তিনি আরও বলেন, আগামী সেপ্টেম্বরে এসডিজি সম্মেলন হতে যাচ্ছে, সেটি সবার জন্য একটি সন্ধিক্ষণ। এসডিজি বাস্তবায়নে ফের আন্তর্জাতিক সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হতে হবে। পরিকল্পনা বাস্তবায়নে চেষ্টা দ্বিগুণ জোরদার করতে হবে।


আমিনা জে বলেন, স্পষ্ট পরিকল্পনা নিয়ে এগোতে হবে। ২০২৭ সালের মধ্যে দারিদ্র্য কমিয়ে আনতে সুনির্দিষ্ট মাপকাঠিকে কেন্দ্র করে অগ্রসর হতে হবে। এ সংক্রান্ত বৈশ্বিক লক্ষ্যমাত্রা স্পর্শ করতে জাতীয় পরিকল্পনাও থাকতে হবে।


তিনি আরও বলেন, ২৪-২৬ জুলাই পর্যন্ত ইতালির রোমে অনুষ্ঠেয় জাতিসংঘের ‘ফুড সিস্টেমস স্টকটেকিং মোমেন্টে’ বাংলাদেশ অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা করছি।


অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। এসময় বক্তব্য দেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত, অ্যাকশন অ্যাইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, ইউনিলিভার বাংলাদেশের ডিরেক্টর শামীমা আক্তার।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com