জুন মাসেই ডেঙ্গুতে মৃত্যু ৩৪
প্রকাশ : ০১ জুলাই ২০২৩, ০৯:১৬
জুন মাসেই ডেঙ্গুতে মৃত্যু ৩৪
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশে ডেঙ্গু পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে। মৌসুম শুরু না হতেই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা। গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এসময়ে কেউ মারা না গেলেও চলতি জুন মাসে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৩৪ জন।


জনস্বাস্থ্যবিদেরা বলছেন, এ বছর ডেঙ্গু পরিস্থিতি আগের বছরগুলোর তুলনায় মারাত্মক হতে পারে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে জোর প্রস্তুতি নিতে হবে। পরিস্থিতি ধীরে ধীরে অবনতির দিকে যাচ্ছে।


ডেঙ্গুতে গত বছর প্রথম ছয় মাসে একজনের মৃত্যু হয়েছিল। আর আক্রান্তের সংখ্যা ছিল ১ হাজার ৮৯। সেই হিসাবে চলতি বছরের পরিস্থিতি বেশ উদ্বেগজনক।


ডেঙ্গু আক্রান্ত হয়ে চলতি বছর এখন পর্যন্ত ৭ হাজার ৯৭৮ জন আক্রান্ত ও ৪৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস সেন্টার ও কন্ট্রোল রুম।


স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ৭ হাজার ৯৭৮ জন রোগীর মধ্যে ঢাকায় ৬ হাজার ৭৯ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৮৯৯ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৬ হাজার ৬৬২ জন। ঢাকায় ৫ হাজার ১০১ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৫৪১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।


এ বছর ডেঙ্গুর ধরন (ভেরিয়েন্ট) ডেন-২-এ বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। সীমিতসংখ্যক নমুনা বিশ্লেষণে দেখা গেছে, ৬২ শতাংশ রোগী ডেঙ্গুর ধরন ডেন-২-এ আক্রান্ত হয়েছেন। বাকি ৩৮ শতাংশ আক্রান্ত হয়েছেন অন্য ধরন ডেন-৩-এ। আইইডিসিআর ডেঙ্গুর ধরন সম্পর্কে এ তথ্য জানিয়েছে।


এবছর প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে সতর্ক করে স্বাস্থ্য বিশেষজ্ঞরা চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনার কথা বলছেন। পাশাপাশি মৃত্যুহার কমাতে সচেতনতার বিকল্প নেই বলেও জানান তারা।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com