৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণের রেল যোগাযোগ স্বাভাবিক
প্রকাশ : ০৬ মে ২০২৩, ০০:১৩
৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণের রেল যোগাযোগ স্বাভাবিক
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে প্রায় ৭ ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল বন্ধ থাকার পর শুক্রবার রাত পৌনে ৯টা থেকে আবারও ট্রেন চলাচল শুরু হয়েছে।


স্টেশন মাস্টারের ভুলের কারণে মালবাহী ট্রেনটি লাইন পরিবর্তনের সময় লাইনচ্যুত হয়ে দিনভর ট্রেন চলাচল বন্ধ থাকে। অভিযুক্ত স্টেশন মাস্টারকে ইতোমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 


পাকশী বিভাগীয় রেলওয়ে পরিবহন কর্মকর্তা মো. আনোয়ার হোসেন এবং রেলের পশ্চিম জোনের পাকশী বিভাগের প্রকৌশলী বীরবল মণ্ডল এসব তথ্য জানিয়েছেন। 


শুক্রবার (৫ মে) দুপুরের দিকে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে ১শ গজ দূরে মালবাহী ট্রেনটি লাইন পরিবর্তন করার সময় লাইনচ্যুত হয়। পরে রাজশাহী থেকে উদ্ধার ট্রেন সেখানে গিয়ে পৌঁছায় রাত পৌনে ৮টার দিকে।


উল্লাপাড়া রেলস্টেশন মাস্টার ফেরদৌস হাসান বলেন, মালবাহী ট্রেনের ২টি বগি লাইনচ্যুত হলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বগি উদ্ধারের জন্য পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগকে জানানো হয়। রাজশাহীতে একটি ট্রেনের সমস্যা হওয়ার কারণে উদ্ধার ট্রেনটি সেখানে কাজ করছিল। যে কারণেই এখানে আসতে সময় লেগেছে। তবে উদ্ধার কাজ শেষ হয়েছে।


বাংলাদেশ রেলওয়ে সিরাজগঞ্জ উপ-বিভাগীয় প্রকৌশলী (রেলপথ) আহসানুর রহমান জানান, মালবাহী ট্রেনটিকে সাড়ে ৭ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com