ব্যালটে ভোট করার সিদ্ধান্ত কারো চাপে নয়: সিইসি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৩, ১২:১২
ব্যালটে ভোট করার সিদ্ধান্ত কারো চাপে নয়: সিইসি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে ব্যালটে ভোট করার সিদ্ধান্ত কোনো চাপে নয়, এটা কমিশনের নিজস্ব সিদ্ধান্ত বলে জানান প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।


তিনি রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।


ইভিএম বা ব্যালট নির্বাচনে বড় চ্যালেঞ্জ নয় উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলেন চ্যালেঞ্জ হচ্ছে রাজনোইতিক দল গুলোর অংশগ্রহণ। সকল দল নির্বাচনে অংশগ্রহণ করুক সেই প্রয়াস শেষ পর্যন্ত কমিশনের থাকবে। সব দল নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয়।


সিইসি আরো বলেন, এই মুহুর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক সংকট কাটিয়ে ওঠা।


ইভিএমে ভোট না করার সিদ্ধান্ত একেবারেই ইসির নিজস্ব মন্তব্য করে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ব্যালটের চাইতে ইভিএম নিরাপদ বেশি। কারচুপি বন্ধ করা সহজ। তবে শতভাগ সুষ্ঠু ভোট ব্যালট বা ইভিএমে সম্ভব না।


আগাম নির্বাচনের সম্ভাবনার কথা নাকচ করে সিইসি হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন কমিশন ঘোষিত রোডম্যাপ অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে। তাই আগাম ভোটের প্রশ্নই আসে না।


বিবার্তা/সানজিদা/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com