জাতিসংঘ মিশনে কঙ্গো গেলেন পুলিশের ১৮০ নারী সদস্য
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৬
জাতিসংঘ মিশনে কঙ্গো গেলেন পুলিশের ১৮০ নারী সদস্য
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে যোগ দিতে বাংলাদেশ পুলিশের ফিমেল ফর্মড পুলিশ ইউনিটের ১৮০ জন সদস্য কঙ্গোর উদ্দেশে বাংলাদেশ ছেড়েছেন। ‌


শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে ইথিওপিয়ান এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে কঙ্গোর রাজধানী কিনশাসার উদ্দেশে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তারা।


জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনাইটেড নেশন অর্গানাইজেশন স্টাবিলাইজেশন মিশন ইন দা ডিয়ার কংগো এ যোগ দিয়ে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে তারা দায়িত্ব পালন করবেন।‌


বিষয়টি রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে পুলিশ সদর দফতরের মিডিয়া বিভাগ থেকে নিশ্চিত করা হয়েছে।


পুলিশ সুপার মারুফা ইয়াসমিনের নেতৃত্বে তারা রওয়ানা হন। এই ফরমড পুলিশ ইউনিটে ডেপুটি কমান্ডার মোহাম্মদ শফিউল ইসলামসহ ১৪ জন কমান্ডিং স্টাফ রয়েছেন।


পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (অপারেশনস্) মো. হায়দার আলী খান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশনস্ সেকশনের সদস্যরা ডিআর কঙ্গোগামী শান্তিরক্ষীদের বিমানবন্দরে বিদায় জানান।


প্রসঙ্গত, ডিআর কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রথমবারের মতো ২০০৫ সালে বাংলাদেশ পুলিশের FPU পাঠানো হয়। ২০১১ সাল থেকে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে বাংলাদেশ পুলিশ Female FPU পাঠাচ্ছে। ২০১৯ সাল থেকে বাংলাদেশ পুলিশের কর্মকর্তারা Individual Police Officer (IPO) হিসেবে মিশনটিতে সুনামের সাথে দায়িত্ব পালন করছেন।


বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও মানবতার কল্যাণের অঙ্গীকারে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা সূচিত হয় ১৯৮৯ সালে। সেই থেকে বাংলাদেশ পুলিশ জাতিসংঘের নীল পতাকার পাশে বাংলাদেশের লাল সবুজের পতাকা উড্ডীন করেছে এশিয়া, ইউরোপ, আমেরিকা আর আফ্রিকা মহাদেশের দুর্গম বিভিন্ন প্রান্তরে। বিগত তিন দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসমূহের ম্যান্ডেট বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের নিষ্ঠাবান সদস্যদের পেশাদারিত্ব এবং কর্মদক্ষতা আন্তর্জাতিক পরিমন্ডলে বিশ্ববাসীর অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছে। বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারির দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও দৃঢ় মনোবলের সাথে বাংলাদেশ পুলিশের শান্তিরক্ষীরা ডেমোক্রেটি রিপাবলিক অব কঙ্গো, মালি, দারফুর, সুদান, সাউথ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছেন। বিশ্ব শান্তিরক্ষার মহান দায়িত্ব পালনকালে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের ২৩ জন সদস্য আত্মোৎসর্গ করেছেন।


বিবার্তা/রিয়াদ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com