গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, পৌনে ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৭
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, পৌনে ২ ঘণ্টা পর নিয়ন্ত্রণে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর নছের মার্কেট এলাকায় একটি ঝুটের গোডাউনে আগুন লেগেছিল।


ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের কর্মীদের নিরলস চেষ্টার পর প্রায় পৌনে ২ ঘণ্টা পর নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে গাজীপুরের টুকরো বা ঝুট কাপড়ের গুদামের আগুন। গাজীপুরের কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের পরিদর্শক মো. মিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


বুধবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানান ডিবিএল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মিরাজুল ইসলাম। তবে এখনো আগুন লাগার কারণ জানা যায়নি।


ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে নছের মার্কেটের পাশে থাকা আবু বক্করের ঝুটের গোডাউনে আগুন লাগে। ওই আগুন মুহূর্তের মধ্যে লুৎফর, লিটনসহ মোট পাঁচজনের গোডাউনে ছড়িয়ে যায়। প্রথমে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।


বুধবার রাত আটটার দিকে গাজীপুর শহরের কোনাবাড়ি এলাকার নছর মার্কেটের ওই গুদামটিতে আগুন লাগে এবং কয়েক মুহূর্তের মধ্যে আশপাশের আরও ৪-৫টি গুদামে ছড়িয়ে পড়ে। প্রথম যে গুদামটিতে আগুনের সূত্রপাত ঘটেছিল, সেটির মালিক আবু বক্কর নামের এক ব্যক্তি।


গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন বলেন, ‘রাত সোয়া ৮টার দিকে আমরা আগুনের খবর পাই। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও কাশিমপুর মিনি ফারয়ার স্টেশনের দুটি ইউনিট কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। স্থানীয়দের সহায়তায় ফায়ার স্টেশনের চার ইউনিটের কর্মীরা ৯টা ৪০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।’


‘আগুনে বেশ কয়েকটি গুদাম ও গুদামে থাকা মালামাল পুড়ে গেছে। রাত পৌণে ১১টার দিকেও ড্যাম্পিংয়ের কাজ চলছিল।’


অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনও নির্ণয় করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন জয়দেবপুর ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com