গ্রাম পর্যায়ে ন্যায্যমূল্যে দেওয়া হচ্ছে টিসিবির পণ্য : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ২২:৪৯
গ্রাম পর্যায়ে ন্যায্যমূল্যে দেওয়া হচ্ছে টিসিবির পণ্য : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু বলেন, গ্রাম পর্যন্ত টিসিবির মাধ্যমে ন্যায্যমূল্যে জিনিসপত্র পৌঁছে দেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন এসেছে। বিনামূল্যে শিক্ষার পাশাপাশি উপবৃত্তি দেয়া হচ্ছে। শিক্ষার পাশাপাশি নিম্ন আয়ের মানুষকে কম দামে চাল দেয়া হচ্ছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।


২১ ফেব্রুয়ারি, মঙ্গলবার প্রতিমন্ত্রী নেত্রকোনা কেন্দ্রীয় শহিদ মিনারে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষ্যে নেত্রকোনা জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের বাস্তব রূপ দিয়েছেন শেখ হাসিনা। উন্নয়নের গতিধারা বজায় রাখতে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।


প্রতিমন্ত্রী জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনের মাধ্যমে আমরা চাই মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত হোক। শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। দেশে উন্নয়নের গতিধারা সচল রাখতে শেখ হাসিনার বিকল্প নাই।


প্রতিমন্ত্রী একুশের চেতনাকে ধারন করে দেশের জন্য কাজ করতে সবাইকে আহবান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নেত্রকোনা অঞ্জনা খান মজলিস। এসময় অনুষ্ঠানে আরও অনেকে উপস্থিত ছিলেন।


বিবার্তা/সানজিদা/এমএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com