ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে ফুল দিতে গিয়ে আ.লীগের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৬
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১৪:৪৩
ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে ফুল দিতে গিয়ে আ.লীগের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৬
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে মানিকগঞ্জে শহীদবেদীতে ফুল দেওয়াকে কেন্দ্র করে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও শ্রমিকলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সংঘর্ষে অন্তত ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন।


মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনাটি ঘটে। পরে জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপে আধাঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।


এদিকে নেতাকর্মীদের আধা ঘণ্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ায় শহীদ বেদীতে ফুল দিতে আসা সামাজিক-সাংস্কৃতিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিবাবক ও প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পড়ে ফুল না দিয়ে অনেকে শহীদ বেদী থেকে চলে যান।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা শহীদ বেদীতে ফুল দিতে আসেন। আওয়ামী লীগের পক্ষে ফুল দেওয়ার পর শ্রমিকলীগের একপক্ষের নাম ঘোষণা করলে অন্যপক্ষ বাঁধা দেয়। পরে উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ ও শ্রমিকলীগের ছয়জন নেতাকর্মী আহত হয়। পরে জেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ ও পুলিশের হস্তক্ষেপের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।


এই বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল রউফ সরকার জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবে এই বিষয়ে কোনো পক্ষ এখন পর্যন্ত অভিযোগ করেনি।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com