শিরোনাম
সাংবাদিক হিলালী ওয়াদুদ আর নেই
প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২১, ১১:৪২
সাংবাদিক হিলালী ওয়াদুদ আর নেই
বিবার্তা প্রতিবেদন
প্রিন্ট অ-অ+

দৈনিক ভোরের কাগজের জ্যেষ্ঠ সহসম্পাদক হিলালী ওয়াদুদ চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।


শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে হিলালীর শ্বাসকষ্ট দেখা দিলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।


চিকিৎসকরা জানিয়েছেন, হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন হিলালী।


তিনি ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় ঢাকা সাব-এডিটরস কাউন্সিল (ডিএসইসি) নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ছিলেন।


পরিবার সূত্রে জানা গেছে, আজ জাতীয় প্রেসক্লাবে ডিএসইসির বার্ষিক সাধারণ সভায় যোগদানের জন্য খিলগাঁওয়ের বাসা থেকে বের হচ্ছিলেন হিলালী। এমন সময় বুকে তীব্র ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে মালিবাগ খিদমাহ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


হিলালীর প্রথম জানাজা তার কর্মস্থল ভোরের কাগজ ভবনে, এর পর জাতীয় প্রেসক্লাবে হবে। সেখান থেকে সরাসরি গ্রামের বাড়ি নীলফামারীর ডোমারে নিয়ে দাফন করা হবে। হিলালীর স্ত্রী, একমাত্র মেয়ে সামারা হিলালী রেখে গেছেন। হিলালীর ছোটভাই মোহাইমেন মানি দৈনিক যুগান্তরের কম্পিউটার বিভাগের শিফট ইনচার্জ।


তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিকদের মধ্যে।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com