শিরোনাম
ক্র্যাব নির্বাচন
সভাপতি মিজান মালিক, সম্পাদক আলাউদ্দিন আরিফ
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২১, ০৮:৩৩
সভাপতি মিজান মালিক, সম্পাদক আলাউদ্দিন আরিফ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মিজান মালিক (যুগান্তর) এবং সাধারণ সম্পাদক পদে জয় পেয়েছেন আলাউদ্দিন আরিফ (দেশ রুপান্তর)। ক্র্যাব কার্যালয়ে শনিবার (৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা ১০ মিনিট পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৫টি পদের মধ্যে ২৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিজয়ীদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন মানবজমিনের রুদ্র মিজান।


সভাপতি পদে মিজান মালিক (দৈনিক যুগান্তর) ১৫৯ ভোট পেয়ে জয়লাভ করেন। একই পদে অপর প্রার্থী মীর্জা মেহেদি তমাল (বাংলাদেশ প্রতিদিন) পেয়েছেন ১০৪ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে দুই প্রার্থীর মধ্য আলাউদ্দিন আরিফ ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী আসাদুজ্জামান বিকু (দৈনিক পুর্বাঞ্চল) পেয়েছেন ১০৯ ভোট। সহ-সভাপতি পদে নিত্য গোপাল তুতু (দৈনিক আমার বার্তা) ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম মুহঃ জাহাঙ্গীর আলম (ইউএনবি) পেয়েছেন ১২০ ভোট।


যুগ্ম সম্পাদক পদে ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হাসান-উজ-জামান (আমাদের কন্ঠ)। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল লতিফ রানা (সকালের সময়) পেয়েছেন ১০৫ ভোট। অর্থ সম্পাদক পদে এমদাদুল হক খান (বাংলাদেশের খবর) ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হরলাল রায় সাগর (স্বদেশ প্রতিদিন) পেয়েছেন ৯৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে শাহরিয়ার আরিফ (চ্যানেল টুয়েন্টিফোর টিভি) ১৫৮ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী দিপন দেওয়ান (বাংলাভিশন) পেয়েছেন ১১০ভোট।


প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রুদ্র মিজান (মানবজমিন) ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরপ্রার্থী হানিফ রাজা (টাইমস ২৪ ডটনেট) পেয়েছেন ৭২ ভোট। রুদ্র মিজান সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। দফতর সম্পাদক পদে এসএম ইসমাইল হুসাইন ইমু (আমাদের অর্থনীতি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে সাজ্জাদ মাহমুদ খান (আলোকিত বাংলাদেশ), কল্যাণ সম্পাদক পদে নাহিদ তন্ময় (সমকাল) ও আন্তর্জাতিক সম্পাদক পদে রুদ্র রাসেল (ডেইলী ইন্ড্রাস্টি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।


ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফ বাবলু (সংবাদ) ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরপ্রার্থী জাহাঙ্গীর হোসেন বাবু (ইত্তেফাক) পেয়েছেন ৮৩ ভোট। কার্যনির্বাহী সদস্য’র তিনটি পদে প্রার্থী ছিলেন ৪ জন। ১৫৯ ভোট পেয়ে প্রথম সদস্য নির্বাচিত হয়েছেন গোলাম সাত্তার রনি (দৈনিক আমাদের সময়), ১৪৩ ভোট পেয়ে দ্বিতীয় সদস্য হয়েছেন এসএম মিন্টু হোসেন (দৈনিক জবাবদিহি) এবং ১৩৪ ভোট পেয়ে কাজী জামসেদ নাজিম (জিটিভি) তৃতীয় সদস্য নির্বাচিত হয়েছেন। সদস্য পদে অপর প্রার্থী আয়নাল হোসেন (শেয়ার বীজ) পেয়েছেন ১১২ ভোট। নির্বাচনে চারটি সম্পাদকীয় পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।


মোট ২৮১ জন ভোটারের মধ্যে ২৭০টি ভোট পড়েছে। এর মধ্যে ৭টি ভোট বাতিল হয়েছে। ৫ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পারভেজ খান। অপর চার সদস্য হলেন, তৌহিদুর রহমান, এসএম আবুল হোসেন, শেখ নজরুল ইসলাম ও আতিকুর রহমান।


বিবার্তা/খলিল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com