শিরোনাম
হায় জীবন
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৮, ২১:৩৯
হায় জীবন
কাজী জুবেরী মোস্তাক
প্রিন্ট অ-অ+

হায় জীবন
কাজী জুবেরী মোস্তাক


এই যে আজও আমি বেঁচে আছি;
ঠিক যেন এক লাশের মতো বেঁচে আছি
চারপাশে শকুনেরা ঘুড়ছে তবুও বেঁচে আছি৷


এই যে আমি আজ যা কিছু বলছি;
সেতো শুধু মাত্র মুকাভিনয় করে চলেছি
অন্যের দেয়া খুৎবা নিয়ে আলোচনাটা করছি৷


এই যে আজও হেঁটে বেড়াই যে শহরে;
জীবন্ত লাশের মর্গ আজ সেই শহর জুড়ে
রক্তপঁচা লাশের গন্ধ শহরের অলিগলি জুড়ে৷


মৃত শরীরেরা ছড়িয়ে আছে চতুর্দিকে;
আমার দু'পা দাপিয়ে বেড়ায় লাশের বুকে
তবু স্বার্থপরের মতো বেঁচে থাকা শহরের বুকে৷


বিবার্তা/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com