শিরোনাম
এবার বইমেলায় আবদুল্লাহর দু'টি বই
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০১৮, ১৫:৩১
এবার বইমেলায় আবদুল্লাহর দু'টি বই
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী অমর একুশে গ্রন্থমেলায় মোহাম্মদ আবদুল্লাহ মজুমদারের দুইটি বই প্রকাশিত হবে। দু'টোই শিশুতোষ গল্পের বই।


একটি হলো- ‘তুমি আমার স্কুল’, আরেকটি- ‘লাবিবের বইমেলা’। প্রতিটি বইয়ে ৫টি করে গল্প রয়েছে।


প্রতিটি গল্পে দেশের স্বাধীনতা, শিশুশ্রম, পথশিশুদের জীবন সংগ্রাম, মায়ের প্রতি সন্তানের শ্রদ্ধাবোধ, প্রকৃতি থেকে শিক্ষা গ্রহণসহ শিশুদের জীবনাচরণের বিভিন্ন দিক ফুটে উঠেছে।


বই দু'টো প্রকাশ করছে সাহিত্যদেশ প্রকাশনী। প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন মহিউদ্দিন আকবর।


বইগুলো সম্পর্কে লেখক বলেন, এ বই দুটো মোট ১০ টি গল্প দিয়ে সাজানো হয়েছে। প্রতিটি গল্প শিশুদের বাস্তব জীবনের বিভিন্ন দিক ও বিভাগ নিয়ে। গল্পগুলো শিশুদের অন্তরে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, বড়োদের প্রতি শ্রদ্ধাবোধ ও ছোট বেলা থেকেই নিজেকে গড়ার স্বপ্ন, আত্মপ্রত্যয় অর্জন ও অসামাণ্য প্রেরণা লাভ করবে।


মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার কবিতা, প্রবন্ধ ও জীবনমুখী লেখা নিয়ে কাজ করছেন, এছাড়া শিশুদের জন্য ‘সৃজনচক্র’ নামে একটি সংগঠনের মাধ্যমে ছোটবেলা থেকে তাদের আত্মপ্রত্যয়ী করে তুলতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।


আবদুল্লাহ বর্তমানে একটি বাংলা সংবাদপত্রে উপ-সম্পাদক (সাব এডিটর) হিসেবে কর্মরত। তার জন্ম ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর গ্রামে।


বিবার্তা/আবদুল্লাহ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com