শিরোনাম
জীবন্ত লাশের মর্গ
প্রকাশ : ২৮ নভেম্বর ২০১৮, ১৯:১২
জীবন্ত লাশের মর্গ
কাজী জুবেরী মোস্তাক
কাজী জুবেরী মোস্তাক
প্রিন্ট অ-অ+

জীবন্ত লাশের মর্গ
কাজী জুবেরী মোস্তাক


আজকে সময়ের মতোই সময়ও চলে যাচ্ছে
কপালের চৌকাঠেও ব্যর্থ তারা খেলা করেছে,
স্বপ্নবাজের স্বপ্নরা সব কোণঠাসা হয়ে গেছে
আর মনোবলও ভাটির দিকেই ছুটে চলেছে৷


এ সমাজ আজ যেন এক জীবন্ত লাশের মর্গ
সমাজপতিরা গড়ে মাদক আর সন্ত্রাসের দুর্গ,
বুদ্ধিহীন করছে টকশো তাতে কত যুক্তিতর্ক
অথচ কতশত বেকার চাকরি কোঠাতে ব্যর্থ৷


ব্যর্থতার যত দায়ভার সবটা কপালকে দিয়ে
অর্জিত সার্টিফিকেটগুলো ছুঁড়ে ফেলে দিয়ে,
জীবনের শেষ প্রান্তে আজকে আছি দাঁড়িয়ে
তবু আশাহত আশাগুলো সবই রাখি জিইয়ে৷


এ সমাজ আজকে যেন পরিত্যাক্ত ডাস্টবিন
কর্পোরেট লোকেজনই নোংরা করে রাতদিন,
আর আমজনতা তা সাফাই করছে প্রতিদিন
তবু কর্পোরেট মানুষরাই ভদ্র সাজে চিরদিন৷


দুঃস্বপ্নের ভীরে স্বপ্নেরা আজও হারিয়ে যায়
কষ্টগুলো জড়িয়ে আছে যেন পরম মমতায়
জীবনও তার সব লেনদেনই বুঝে নিতে চায়
ভালোবাসা আর বিশ্বাস নিয়েই মরেতে চায়৷


বিবার্তা/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com