শিরোনাম
কুড়িগ্রামে লেখক সৈয়দ শামসুল হকের জন্মদিন পালন
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৬:৪৯
কুড়িগ্রামে লেখক সৈয়দ শামসুল হকের জন্মদিন পালন
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নানা আয়োজনে কুড়িগ্রামের কৃতি সন্তান সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের ৮৪তম জন্মদিন পালন করা হয়েছে।


বৃহস্পতিবার সকালে শহরের কলেজ মোড় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে কুড়িগ্রাম সরকারি কলেজ চত্বরে কবির সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।


এতে জেলা প্রশাসন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম সরকারি কলেজ, আইনজীবী সমিতি, প্রচ্ছদ কুড়িগ্রামসহ বিভিন্ন সংগঠন অংশ নেয়। পরে কবির সমাধিস্থলে এক মিনিট নিরবতা পালন শেষে কলেজ চত্বরে স্মৃতিচারণ মূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।


এতে সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান। এসময় বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমজাদ হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক প্রমুখ।


এসময় উপস্থিত ছিলেন, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক দুলাল বোস, সাম্প্রতিক কুড়িগ্রামের সভাপতি শাহানুর রহমান, জাতীয় রবিন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক সাতকুড়ি রায় নিলু, প্রচ্ছদ কুড়িগ্রামের সভাপতি জুলকারনাইন স্বপন, সহ-সভাপতি ইমতে আহসান শিলু, জুলিয়াইয়াসমিন রত্না প্রমুখ।


বক্তারা কবির সমাধিকে ঘিরে প্রস্তাবিত সাংস্কৃতিক বলয় দ্রুত নির্মাণের দাবি জানান। এর মাধ্যমে সংস্কৃতির আলো যেমন ছড়াবেন তেমনি দীর্ঘ সময় বেঁচে থাকবেন কবি।


বিবার্তা/সৌরভ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com