শিরোনাম
দিনাজপুরের ৬টি আসনই পেল আ.লীগ
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৮, ০০:০১
দিনাজপুরের ৬টি আসনই পেল আ.লীগ
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ছয়টি আসনই লুফে নিয়েছে মহাজোট। সবগুলো আসনেই জয় পেয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা।


দিনাজপুর-১ (বীরগঞ্জ ও কাহারোল) আসনে বর্তমান ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকে মনোরঞ্জনশীল গোপাল ১ লাখ ৯৮ হাজার ৭৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যজোটের প্রার্থী জামায়াতের মোহাম্মদ হানিফস পেয়েছেন ৭৮ হাজার ৯২৮ ভোট।


দিনাজপুর-২ (বিরল ও বোচাগঞ্জ) আসনে বর্তমান ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধূরী ১ লাখ ৯০ হাজার ৭৫৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির সাদিক রিয়াজ চৌধূরী পিনাক পেয়েছেন ৪৮ হাজার ৮৬১ ভোট।


দিনাজপুর-৩ (সদর) আসনে বর্তমান ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী হুইপ ইকবালুর রহিম ২ লাখ ৩১ হাজার ৭৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকে মুফতি মোহাম্মদ খায়রুজ্জামান পেয়েছেন ৩৯ হাজার ৫৬৭ ভোট।


দিনাজপুর-৪ ( চিরিরবন্দর-খানসামা) আসনে বর্তমান ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ২ লাখ ৩২ হাজার ১১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির আখতারুজাজামান মিয়া পেয়েছেন ৬০ হাজার ৮৭২ ভোট।


দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার ১ লাখ ৯১ হাজার ৪৯৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম জেলা বিএনপির আহবায়ক এজেডএম রেজওয়ানুল হক ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ১৯২ ভোট।


দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-ঘোড়াঘাট ও হাকিমপুর) আসনে বর্তমান ক্ষমতাসীন দলের নৌকা প্রতীকে শিবলী সাদিক ২ লাখ ৮১ হাজার ৮৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ২০ দলীয় ঐক্যজোটের প্রার্থী ধানের শীণ প্রতীকে জামায়াতের মো. আনোয়ারুল ইসলাম পেয়েছেন ৬৯ হাজার ৭৬৯ ভোট।


বিবার্তা/শাহী/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com