শিরোনাম
বঙ্গকন্যা শেখ হাসিনা
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৩২
বঙ্গকন্যা শেখ হাসিনা
রাজীব দাশ রাজ
প্রিন্ট অ-অ+

বঙ্গকন্যা শেখ হাসিনা
রাজীব দাশ রাজ


বঙ্গকন্যা শেখ হাসিনা, তুমি নবনির্মাণের অনন্য রূপকার,
তখনই জ্বেলেছো প্রদীপ শিখা, যখন বাংলা হাহাকার।
পৃথিবীর বুকে এতো স্বজন, কখনো কেউ হারায়নি-
যারা করেছে মৃত্যুসম আঘাত, আজ তারা নিস্তার পায়নি।


নতুন করে বাংলাদেশের বিজয় নিশান, ছিনলো সারাবিশ্ব
স্মৃতির পাতায় অমর থাকবে, তোমার উন্নয়নের দৃশ্য।
মানবতার মহান শিকড় পেলে, সুদক্ষ কর্ম বলে-
শত বাঁধাতেও জীবন থমকে যায়নি, গোলাবারুদের তলে।


দশের কল্যাণে যে নিবেদিত, তার হয় না ক্ষয়
বীর সাহসিনী কল্পকন্যা, তবে তোমার কিসের ভয়।
নদীর বুকে উজান যেতে, নৌকার লাগে পাল-
মুক্তচিন্তার মানুষ বুঝবে, বঙ্গকন্যা তুমি অগ্রযাত্রার হাল।


তুমি বাঙালির মহিয়সী নারীদের এক উজ্জ্বল প্রতিমূর্তি,
বাংলা ছাড়িয়ে বিশ্বব্যাপী, তোমার জ্ঞানের আলোর দ্যুতি।
ভালো কাজে কষ্ট বেশী, আপদও অনেক জন্মায়-
মাটি-মানুষের সেবায় থাকলে, কি হবে মিথ্যে পরগঞ্জনায়।


জন্ম তোমার ধন্য, পিতার দায়িত্ব করলে পালন
তার কাছেও ঋণী হলে, বিপদে যে করলো লালন।
বঙ্গভূমির গৌরব তুমি, দুঃসময়ে করেছো স্বদেশ গমন-
কলঙ্কমুক্তির শপথ ছিলো, জাত শত্রুর করবে দমন।


বিবার্তা/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com