শিরোনাম
ক্ষণিকের সুখ
প্রকাশ : ১২ আগস্ট ২০১৮, ১৬:১১
ক্ষণিকের সুখ
মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার
মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার
প্রিন্ট অ-অ+

ক্ষণিকের সুখ
মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার


আমার বিষাদে লেগেছে সুখ
অন্ধকারে হেঁটে,
আমার অশ্রু পড়েনি ঝরে
গিয়েছে হৃদয় ফেটে।
নগর জুড়ে জ্বলছে আলো
হেঁটেই চলেছি আমি,
মনে হয়েছে এ নগরের
আমিই সবার দামি।
তখন আমার বোধ ছিল না
হয়ে গেছি বোকা,
ল্যাম্পপোষ্ট আর বহুতল দালান
দিচ্ছে আমায় ধোকা।
বোঝতে পারিনি রাজারা সব
গভীর ঘুমের দেশে,
তাদের ছাড়া ঘুরছি পথে
রাজ্য রাজার বেশে।
ভেবেছি উচু দালানগুলো
প্রকৃতির কেউ হবে,
সমানভাবে বণ্টন হবে
দখল করব সবে।
কিন্তু হঠাৎ ভোর এসে
আমায় বললো এই,
আগে তুমি যেমন ছিলে
এখনও আবার সেই।
রাজপথ আবার করলো দখল
পুজিঁবাদের দল,
উঁচু দালান অর্থ বিত্ত
কিছুই হয়নি বদল।
আমি আবার জীবনযোদ্ধা
তাদের হাতেই সব,
তাদের ভুলে দ্বিমত হলে
আমিই বেয়াদব।
হরণ করে চলে তারা
সবার অধিকার,
ওঁৎ পাতিয়ে রাখে তারা
আমার চারিধার।


বিবার্তা/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com