শিরোনাম
সাহিত্যে নোবেলজয়ী ভি এস নাইপল আর নেই
প্রকাশ : ১২ আগস্ট ২০১৮, ১০:১১
সাহিত্যে নোবেলজয়ী ভি এস নাইপল আর নেই
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

সাহিত্যে নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক স্যার ভি এস নাইপল আর নেই। ৮৫ বছর বয়সে লন্ডনে নিজ বাসভবনে শনিবার শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার পরিবার এ খবর জানিয়েছে।


ভি এস নাইপল ১৯৩২ সালে ত্রিনিদাদ ও টোবাগোতে জন্মগ্রহণ করেন। তার পিতামহ ভারত থেকে পাড়ি জমান ত্রিনিদাদ ও টোবাগোতে। তার বাবা ছিলেন লেখক-সাংবাদিক। পরে সেই পথে হাঁটেন তিনিও।


স্যার বিদ্যাধর সূর্যপ্রসাদ নাইপল ৩০টির বেশি বই লিখেছেন। ১৯৭১ সালে তিনি বুকার পুরস্কার পান। আর ২০০১ সালে পান সাহিত্যে নোবেল।‘এ বেন্ড ইন দ্য রিভার’ ও ‘এ হাউস ফর মি. বিশ্বাস’ তার সর্বাধিক পঠিত বই।


তার স্ত্রী লেডি নাইপল জানান, যাদের সঙ্গে তিনি জীবন কাটাতে ভালোবাসতেন মৃত্যুর সময়ে তারা তার পাশে ছিলেন। সূত্র: বিবিসি


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com