শিরোনাম
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ আয়োজনে কমিটি গঠন
প্রকাশ : ১২ মার্চ ২০১৮, ০৭:০০
জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ আয়োজনে কমিটি গঠন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬ প্রদান অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে কমিটি গঠন করা হয়েছে।


তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তথ্যপ্রতিমন্ত্রী তারানা হালিম কমিটির উপদেষ্টা এবং তথ্যসচিব কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন।


কমিটির অন্যান্য সদস্যগণ হলেন- অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের একজন প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র), তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন), তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার), ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস), তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন), তথ্য মন্ত্রণালয়ের উপসচিব (প্রশাসন-২ অধিশাখা), বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।


এছাড়াও এই কমিটির অন্য সদস্যরা হলেন- সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, চলচ্চিত্র ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, অভিনেতা আকবর হোসেন পাঠান (ফারুক), অভিনেতা এম এ আলমগীর, চলচ্চিত্র পরিচালক মোরশেদুল ইসলাম, চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার, অভিনেত্রী রওশন আরা রোজিনা, অভিনেতা ইলিয়াস কাঞ্চন, অভিনেতা রিয়াজ আহমেদ, অভিনেতা জায়েদ খান, অভিনেতা ফেরদৌস আহমেদ ও অভিনেত্রী আরিফা পারভীন জামান মৌসুমী এবং সদস্য সচিব উপ-সচিব (চলচ্চিত্র)।


বিবার্তা/নুর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com