শিরোনাম
শিল্পকলায় ১১ দিনব্যাপী বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব
প্রকাশ : ০৮ মার্চ ২০১৮, ১৪:০৭
শিল্পকলায় ১১ দিনব্যাপী বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ইউনেস্কো স্বীকৃতি উপলক্ষে ১১ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু সাংস্কৃতিক উৎসব-২০১৮’ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।


কবিতা পাঠ, চিত্রাংকন প্রতিযোগিতা, নৃত্য প্রযোজনা, সুর ও বাণীতে বঙ্গবন্ধু, চলচ্চিত্র নির্মাণ কর্মশালা, নাটক, অ্যাক্রোবেটিক প্রদর্শনী, ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতাসহ নানা আয়োজন রয়েছে এ ১১ দিনের উৎসবে।


গতকাল বুধবার (৭ মার্চ) সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে শুরু হয়েছে এ উৎসব। এর আগে বেলা ১১টায় শুরু হয় দিনব্যাপী আর্টক্যাম্প। এতে দেশবরেণ্য ৪৭ জন শিল্পী ছবি আঁকেন। ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর জন্মদিনে শেষ হবে এ আয়াজন।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com