শিরোনাম
বইমেলায় লোকমান তাজের ‘লাশপুরীর লাশের গল্প’
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৪৬
বইমেলায় লোকমান তাজের ‘লাশপুরীর লাশের গল্প’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

অমর একুশে গ্রন্থমেলা-২০১৮ তে প্রকাশিত হয়েছে লোকমান তাজ এর প্রথম বই ‘লাশপুরীর লাশের গল্প’। অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশিত বইটির প্রচ্ছদ করেছেন মামুন হোসাইন।


কিশোর উপযোগী উপন্যাসটির দাম রাখা হয়েছে ১৬০ টাকা। মেলার সোহরাওয়ার্দী উদ্যানে অনুপ্রাণন প্রকাশনের ১০৯ নম্বর স্টল থেকে ২৫% ছাড়ে বইটি কেনা যাবে।


বইটি প্রসঙ্গে ড. মুহাম্মদ জমির হোসেন লিখেছেন, লাশপুরীর লাশের গল্পে সত্যিকার অর্থেই গল্পের একটা মুগ্ধতা ছড়িয়ে রয়েছে। এর মধ্যে অপরিসীম আবেগ, কৌতূহল, স্বপ্ন আকস্মিকতা উৎকণ্ঠা বজায় রয়েছে। যা পাঠক সাধারণের মনকে একটা সম্মোহ সীমানায় ধরে রাখতে সক্ষম। তাছাড়া এর কাহিনী চরিত্রে বরাবরই একটা আদর্শবোধ ব্যাপ্ত আছে। এ সুবাদে সেখানে সমাজ মানসের কিছু বিশ্বস্ত চিত্রগাথা পরিস্ফুট উঠার সুযোগ পায়। যা শুধু এদেশীয় সংস্কৃতির আদলে গড়ে ওঠেছে। যেমন মীরা কেন্দ্রিক সারিনা জামান এর ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। মেয়েটির আত্মহত্যা ও এর আনুপূর্বিক ঘটনা যে কাউকে ছুঁয়ে যেতে সক্ষম।


বিবার্তা/বিজ্ঞপ্তি/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com