শিরোনাম
অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি পুরস্কার পেলেন পলাশ মাহবুব
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:১৬
অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি পুরস্কার পেলেন পলাশ মাহবুব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অগ্রণী ব্যাংক-শিশু একাডেমি শিশুসাহিত্য পুরস্কার পেলেন লেখক-নাট্যকার পলাশ মাহবুব। তার আলোচিত ‘মা করেছে বারণ’ ছড়াগ্রন্থের জন্য তিনি এ পুরস্কার পান।


এবার একসাথে ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত মোট ছয় বছরের পুরস্কার ঘোষণা করা হয়েছে।


উল্লেখ্য ২০১৬ সালে পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে প্রকাশিত ‘মা করেছে বারণ’ বইটি এর আগে এসিআই-আনন্দ আলো শিশু সাহিত্য পুরস্কার লাভ করে। এছাড়া বইটি জাতীয় গ্রন্থকেন্দ্র এবং জাতীয় গ্রন্থাকার অধিদপ্তর কর্তৃক নির্বাচিত বইয়ের তালিকায়ও জায়গা করে নেয়।


পলাশ মাহবুব লেখালেখি করছেন প্রায় দুই দশক ধরে। লিখছেন ছোট বড় সবার জন্য - ছড়া, গল্প, উপন্যাস, নাটক, রম্য রচনা। তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৪৩। লেখালেখির জন্য পেয়েছেন মীনা মিডিয়া অ্যাওয়ার্ড, এসিআই-আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার, পশ্চিমবঙ্গের অন্নদাশংকর রায় শিশু সাহিত্য পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার। এই লেখালেখির জন্যই ভারত সরকারের আমন্ত্রণে ঘুরে এসেছেন দেশটির বেশ কিছু রাজ্য।


পেশাগত জীবনে সংবাদপত্র ও টেলিভিশনে সমনতালে কাজ করা পলাশ মাহবুব বর্তমানে দৈনিক সারাবাংলা এবং সারাবাংলাডটনেট-এ উপ-সম্পাদক হিসেবে কাজ করছেন।


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com