শিরোনাম
বইমেলায় এলো ‘পালপুত্রের অন্তর্ধান’
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:৩২
বইমেলায় এলো ‘পালপুত্রের অন্তর্ধান’
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

চেনা দৃশ্যের মাঝে ডুব দিয়ে সুদক্ষ ডুবুরির ধ্যানে জীবন তুলে আনেন যিনি, তিনি শিল্পী। চলমান সমাজের সাধারণ ঘটমান ঘটনার আড়ালে কার্যকারণের কেরামতি খুঁজে নিয়ে আর সব মানুষের কাছে স্বভাষায় স্বাক্ষর করবার গায়েবি প্রত্যয়ের অপর নাম দায়, আর এ দায় কাঁধে দেয় ইতিহাস। ঐতিহাসিক এ দায়িত্ব পালনের মধ্য দিয়েই মানুষের সংবেদনশীলতায় টোকা দেন প্রকৃত লেখকেরা। সাংবাদিক ও লেখক টুটুল রহমানকে পাঠ করলে তাকে উপরোক্ত বৈশিষ্ট্যের বাহক মালুম হয়।


মুনাফার সমাজ তার স্বাভাবিক সীমাবদ্ধতায় কী করে কোলে পোষে সাম্প্রদায়িকতার নেগেটিভ নোনাভূমি, টুটুল রহমানের লেখা উপন্যাস "পালপুত্রের অন্তর্ধান" তারই এক শিল্প-দলিল। সময় ও সামাজিকতা, মুমূর্ষু মানবিক বাঁধন ও রাষ্ট্রনির্মিত মুখোশের মায়াজম কীভাবে ব্যক্তিকে বাধ্য করে বেদনার স্বাদ গ্রহণে, এমনসব সত্য ছবির মুখোমুখি দাঁড় করায় টুটুল রহমান উপন্যাসটি।


টুটুল রহমানের এই বইটি প্রকাশ করছে দেশ পাবলিকেশন্স। ৬৪ পৃষ্ঠার বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রব এষ। দাম ১৫০ টাকা। পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলার ৪৫২-৪৫৩ নং স্টলে।


বিবার্তা/বিজ্ঞপ্তি/কাফী


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com