শিরোনাম
বইমেলায় পলাশ মাহবুবের সাত বই
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:২২
বইমেলায় পলাশ মাহবুবের সাত বই
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এবারের বইমেলায় কথাসাহিত্যিক পলাশ মাহবুবের সাতটি নতুন বই প্রকাশিত হয়েছে। এরমধ্যে পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে এসেছে চারটি বই ।


এর মধ্যে কিশোর সিরিজ লজিক লাবু’র দ্বিতীয় বই ‘সিন্দুকের সন্ধানে’ প্রকাশ করেছে পাঞ্জেরী। এছাড়া পাঞ্জেরী থেকে এসেছে শিশু-কিশোরদের চাররঙা গল্পের বই ‘ইচ্ছেবুড়ি ও মায়ের পোষা ভূত’, ‘নীলুর আকাশ’ এবং চাররঙা ছড়ার বই ‘না ঘুমানোর দল’। বইগুলোর প্রচ্ছদ করেছেন গৌতম ঘোষ আর অলংকরণ করেছেন হীরন্ময় চন্দ।



কথাপ্রকাশ থেকে প্রকাশিত হয়েছে দুটি বই। কিশোর অ্যাডভেঞ্চার উপন্যাস ‘জঙ্গলে জলছাপ’ এবং বড়দের গল্পের বই ‘একজন অদ্ভুত মানুষ’। বই দুটির প্রচ্ছদ করেছেন সোহেল আনাম।


এর বাইরে উৎস প্রকাশন থেকে এসেছে পলাশ মাহবুবের রম্যবই ‘ম্যানেজ মকবুল’। এই বইটির প্রচ্ছদ করেছেন আবু হাসান।


নতুন সাত বইয়ের পাশাপাশি পলাশ মাহবুবের পুরনো বইও পাওয়া যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলায়।


বিবার্তা/মৌসুমী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com