কিশলয় কচি-কাঁচার মেলায় শিশুর কণ্ঠে গল্প শুনি
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৮
কিশলয় কচি-কাঁচার মেলায় শিশুর কণ্ঠে গল্প শুনি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা প্রতিষ্ঠিত কামাল স্মৃতি পাঠাগারের আয়োজনে গেণ্ডারিয়ার বিভিন্ন স্কুলের শিশু থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত হলো "শিশুর কণ্ঠে গল্প শুনি" শীর্ষক শিশুদের গল্প বলার প্রতিযোগিতা।


শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিশুদের গল্প বলার এই আয়োজন। প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আগামী ২০ ফেব্রুয়ারি গেণ্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।


শনিবার বিকেল ৩টায় শুরু হওয়া প্রতিযোগিতাটি বিকেল ৫:৩০-এ শেষ হয়, যেখানে ১২০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। ক বিভাগ (শিশু-২য় শ্রেণি) এর প্রতিযোগীরা উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর "টুনটুনি ও বিড়ালের কথা" এবং "কুঁজো বুড়ির কথা" গল্প দুটি থেকে নিজেদের মতো করে গল্প বলার সুযোগ পায়। অন্যদিকে, খ বিভাগ (৩য়-৫ম) এর প্রতিযোগীরা "টুনটুনি ও রাজার গল্প" এবং "শিয়াল পন্ডিত" গল্পের মধ্যে থেকে একটি বেছে নিয়ে পরিবেশন করে।



গল্প বলার এই আয়োজনে বিচারক হিসেবে ছিলেন, মোহাম্মদ বকুল ইমাম - সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, ফজলুল হক মহিলা কলেজ লায়লা হামিদ - জ্যেষ্ঠ শিক্ষক, গেণ্ডারিয়া হাই স্কুল, ইকবাল হাফিজ - সহ-সভাপতি, দনিয়া সবুজ কুড়ি কচি-কাঁচার মেলা


আবীর শ্রেষ্ঠ - আবৃত্তি শিল্পী ও সাংবাদিক


ইয়াসমিন আখতার খান - অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, পগোজ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ (প্রভাতী শাখা)


নাদিরা আশরাফ-সংবাদ উপস্থাপক, বাংলা ভিশন


আবু তাহের বকুল - সভাপতি, কামাল স্মৃতি পাঠাগার


নুসরাত ইয়াসমিন রুম্পা - আবৃত্তি প্রশিক্ষক


প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস এবং গল্প বলার দক্ষতা বিচারক ও দর্শকদের মুগ্ধ করে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিশুরা যাতে বইপড়ার প্রতি আরও আগ্রহী হয় এবং নিজেদের ভাষা ও সংস্কৃতির প্রতি ভালোবাসা গড়ে তোলে, ও গল্প বলা অনুশীলনের সময় পরিবারের সদস্যদের সাথে একটি আনন্দঘন সময় উদযাপন করতে পারে সে লক্ষ্যেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।


উল্লেখ্য, গেন্ডারিয়া কিশলয় কচিকাঁচার মেলা প্রাঙ্গণে গল্প বলার এই আয়োজন বিগত বছরেও অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজন শিশুদের মনস্তাত্ত্বিক বিকাশে অনবদ্য ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজনে অংশগ্রহণকারী অভিভাবকরা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com