তিন হাজার শিল্পীর কণ্ঠে জাতীয় সংগীত
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৪, ০১:০৮
তিন হাজার শিল্পীর কণ্ঠে জাতীয় সংগীত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তিন হাজারের বেশি শিল্পী একসঙ্গে গেয়েছেন বাংলাদেশের জাতীয় সংগীত, যার দৃশ্যধারণ করা হয়েছে রায়েরবাজার বধ্যভূমির সামনে। বিজয়ের মাসে গানটি ডিজিটাল প্লাটফর্মে প্রচার করবে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানট।


১৫ নভেম্বর, শুক্রবার সকালে জাতীয় সংগীতের দৃশ্যধারণ করা হয় বলে জানিয়েছেন ছায়ানট সাধারণ সম্পাদক লাইসা আহমেদ লিসা। তিনি বলেন, "আমরা জাতীয় সংগীতসহ কিছু দেশের গান রেকর্ড করার পরিকল্পনা করেছি, পহেলা ডিসেম্বর থেকে ডিজিটাল প্লাটফর্মে প্রচার করব।"


শিল্পীদের কণ্ঠে জাতীয় সংগীত রেকর্ড করার মুহূর্তের একটি খণ্ডিত ভিডিও ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেকেই সেটি ভিডিওটি শেয়ার করে প্রশংসায় ভাসাচ্ছেন।


ছায়ানটের সাধারণ সম্পাদক বলেন, "ছায়ানট, নালন্দার ছেলে মেয়েরা অংশ নিয়েছে রেকর্ডিংয়ে। সেটি ফেইসবুকে কেউ কেউ হয়ত শেয়ার করে থাকতে পারেন। আমরা পরে এ বিষয়ে আরও বিস্তারিত সবাইকে জানাব।"


রাত পৌনে ৯টায় ছায়ানটের ফেইসবুক পেজে দেওয়া এক ঘোষণায় বলা হয়েছে, "আসন্ন বিজয়ের মাস উপলক্ষ্যে শুক্রবার ছায়ানট ৩টি দেশের গান ও জাতীয় সংগীতের অডিওকে ভিডিওতে রূপান্তরের জন্য দৃশ্যধারণ করেছে।"


আয়োজনে উপস্থিত উৎসাহী অনেকেই মোবাইল ফোনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন। তাতে এক রকম বিভ্রান্তি ঘটার অবকাশ দেখা দিয়েছে উল্লেখ করে ছায়ানট জানায়, "প্রকৃতপক্ষে, এটি কোনো অনুষ্ঠান নয়, কেবলই দৃশ্যধারণের আয়োজন। অংশ নিয়েছেন ছায়ানট সংশ্লিষ্ট শিল্পী-শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবক-সংগঠক-শুভানুধ্যয়ী।"


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com