মঞ্চে আসছে ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩:২৭
মঞ্চে আসছে ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রবিজয়ের মাসে ফের মঞ্চে আসছে সৈয়দ শামসুল হকের কালজয়ী নাটক ‘পায়ের আওয়াজ পাওয়া যায়’।


মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত নাট্যদল থিয়েটারের এই নাটকটি শুক্রবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় বেইলি রোডের মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হবে।


এবার নাটকটির ২১০তম প্রদর্শনী হবে বলে গ্লিটজকে জানিয়েছেন নির্দেশক ও শিক্ষক সুদীপ চক্রবর্তী।


‘পায়ের আওয়াজ পাওয়া যায়’ প্রথম মঞ্চে নির্দেশনা দিয়েছিলেন আবদুল্লাহ আল-মামুন। পরে নাটকটির নতুন করে নির্দেশনা দেন সুদীপ চক্রবর্তী।


নাটকে দেখা যাবে, চারদিকে মুক্তিযুদ্ধের দামামা। উদ্বেগ-উত্তেজনা কাজ করছে ছোট-বড় সবার মধ্যে। ১৭ গ্রামের নারী-পুরুষ এসেছেন মাতব্বরের কাছে। তাদের চোখে-মুখে উৎকণ্ঠা। গত রাতেও পাকিস্তানি সেনাবাহিনীর ক্যাপ্টেন মাতব্বরের সঙ্গে দেখা করেছেন জানিয়ে সবাইকে আশ্বাস দিচ্ছেন তিনি। পাকিস্তানি বাহিনীর ওপর ভরসা রাখতে বলছেন উপস্থিত লোকজনকে।


তবে গ্রামবাসী সহজে আশ্বস্ত হতে পারেন না মাতব্বরের কথায়। এভাবে নানা ঘটনার ঘনঘটায় এগিয়ে যায় নাটকের কাহিনী।


একসময় ঘর থেকে বের হন মাতব্বরের মেয়ে। সবার সামনে বলেন, বাবা জোর করে তাকে ওই রাতে ক্যাপ্টেনের হাতে তুলে দিয়েছিলেন। পরে সেই বীরাঙ্গনা আত্মাহুতি দেন। অবশ্য নিস্তার মেলেনি রাজাকার মাতব্বরের। নিজের পাইকের হাতেই নির্মমভাবে খুন হন তিনি।


১৯৭৬ সালের ২৫ নভেম্বর, ঢাকার মহিলা সমিতি মঞ্চে প্রথম অভিনীত হয়েছিল কালজয়ী এ কাব্যনাট্য। ১৯৯০ সালের ২৩ মার্চ নাটকটির শততম প্রদর্শনী হয়।


২০১৯ সালের ১৬ ডিসেম্বর শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে নাটকটির ২০০তম প্রদর্শনী হয়েছিল।


এছাড়া ১৯৮১ সালের ১০ মার্চ দক্ষিণ কোরিয়ার সিউলে আইটিআই আয়োজিত পঞ্চম তৃতীয় বিশ্ব নাট্যোৎসবে নাটকটির দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।


ভারতের বাইরে অন্য কোনো দেশে এটিই ছিল প্রথম কোনো বাংলাদেশের নাট্যদলের অভিনয় প্রদর্শন।


তবে ১৯৮৭ সালের ২৫ মার্চ সাভারে জাতীয় স্মৃতিসৌধের পাদদেশে নাটকটির একটি অভিনয় বিশেষ উল্লেখের দাবি রাখে।


২০০২ থেকে ২০১২ সাল পর্যন্ত ‘কলাকুশলী সংকটের’ কারণে নাটকটির প্রদর্শনী বন্ধ ছিল। ১০ বছর বিরতি দিয়ে ওই বছর থেকে সুদীপ চক্রবর্তীর নির্দেশনায় ফের মঞ্চে আসে।


বর্তমানে এ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন ফেরদৌসী মজুমদার, কেরামত মওলা, তোফা হোসেন, ত্রপা মজুমদার, মারুফ কবির, পরেশ আচার্য, সমর দেব, খুরশিদ আলম, নুরুল ইসলাম, রাশেদুল আওয়াল, জোয়ারদার সাইফ, তামান্না ইসলাম, রুনা লাইলা, তানভীর হোসেন সামদানীসহ অনেকে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com