
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাতটি মিলনায়তনের নতুন নাম চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ। এর মধ্যে জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তনের নাম প্রকাশ্যে এনেছেন তিনি।
২০ ডিসেম্বর, শুক্রবার সন্ধ্যায় নাট্যশালায় এক অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ নামকরণের বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, “এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের নামকরণ করা হয়েছে সেলিম আল দীন নাট্যালয়, স্টুডিও থিয়েটার হলের নাম দেওয়া হয়েছে চন্দ্রাবতী নাট্যালয়। আর জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনের নাম হবে আলাওল নাট্যালয় করা হবে।”
সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের আয়োজনে এক্সপেরিমেন্টাল হলে অনুষ্ঠিত হয় স্ট্যান্ডআপ কমেডি ‘জোকের রাজনীতি’।
এই অনুষ্ঠানেই নাট্যশালার তিনটি মিলনায়তনের নাম চূড়ান্ত করার তথ্য জানান শিল্পকলার মহাপরিচালক।
একাডেমির অপর এক কর্মকর্তা বলেছেন, কবে নাগাদ আনুষ্ঠানিকভাবে নামকরণ করা হবে তা পরে জানাবে শিল্পকলা একাডেমি।
তিনি বলেন, শুধু জাতীয় নাট্যশালার তিনটি মিলনায়তন নয়, চারুকলা ভবন এবং সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা ভবনের আরো চারটি মিলনায়তনের নামও চূড়ান্ত করা কয়েছে।
এর মধ্যে সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা ভবনের একটি মিলনায়তন এবং নির্মাণাধীন আরেকটি মিলনায়তনের নামকরণ করা হয়েছে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ এবং মরমী সাধক শাহ আবদুল করিমের নামে।
এছাড়া চারুকলা ভবনের মিলনায়তন এবং নির্মাণাধীন আরেকটি মিলনায়তনের নামকরণ করা হয়েছে চিত্রশিল্পী এস এম সুলতান ও ভাস্কর নভেরা আহমেদের নামে।
ওই কর্মকর্তা বলেন, ১৮ ডিসেম্বর শিল্পকলা একাডেমির পরিচালনা পরিষদের সভায় নতুন নামকরণ অনুমোদন হয়েছে। এ সংক্রান্ত যে সব প্রক্রিয়া আছে তা এক সপ্তাহের মধ্যে শেষ করে শিল্পকলা একাডেমি আনুষ্ঠানিকভাবে জানাবে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]