
২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস স্বীকৃতির দাবিতে ৫০ জন চারুশিল্পীকে নিয়ে রাজধানীর পাঁচ বধ্যভূমিতে আর্টক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
এরই অংশ হিসেবে শনিবার ( ২৩ মার্চ) সকাল ১১ টা থেকে একযোগে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন, মিরপুর জল্লাদখানা, রায়েরবাজার বধ্যভূমি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল এবং জগন্নাথ হলে আর্টক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
দিনব্যাপী এসব আর্ট ক্যাম্পে শিল্পী হাশেম খান, বীরেন সোম, মলয় বালা, নিসার হোসেন, রোকেয়া সুলতানা, সামিনা নাফিজ, আব্দুল মান্নান, ফরিদা জামান, কামাল পাশা চৌধুরী এবং শিল্পী মোহাম্মদ ইউনুসসহ ৫০ জন দেশ বরেণ্য ও বিশিষ্ট ও প্রতিশ্রুতিশীল চারুশিল্পী মুক্তিযুদ্ধ ও গণহত্যার উপর ছবি আঁকেন । এসব ছবি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে সংরক্ষন ও প্রদর্শনীর আয়োজন করা হবে।
এদিকে আগামী ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
কর্মসূচির মধ্যে রয়েছে সেমিনার, সংলাপ, আর্ট ক্যাম্প, চারুকলা, গণহত্যার পরিবেশ থিয়েটার প্রযোজনার পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]