শহীদ মিনারে রাখা হবে গোলাম মোহাম্মদ ইদুর মরদেহ
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ১১:৪৫
শহীদ মিনারে রাখা হবে গোলাম মোহাম্মদ ইদুর মরদেহ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা, শিল্পী-সংগ্রামী গোলাম মোহাম্মদ ইদুর (৮৭) মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে।


শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে আড়াইটায় শহীদ মিনারে তার মরদেহ রাখা হবে।


এর আগে, এদিন দপুরে দেড়টায় পল্টনে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে মোহাম্মদ ইদুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।


রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লালবাগ বড়ভাট মসজিদে জানাজার পর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।


গোলাম মোহাম্মদ ইদুর জন্ম ১৯৩৬ সালের ২৫ ফেব্রুয়ারি। আনুষ্ঠানিকভাবে উদীচী প্রতিষ্ঠিত হওয়ার প্রায় এক দশক আগে সত্যেন সেন একটি গানের দল গঠন করেন। সেই গানের দলের অন্যতম সদস্য ছিলেন গোলাম মোহাম্মদ ইদু।


এরপর ১৯৬৮ সালের ২৯ অক্টোবর আনুষ্ঠানিকভাবে উদীচী প্রতিষ্ঠিত হলে গোলাম মোহাম্মদ ইদু প্রথম আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য নির্বাচিত হন। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতির দায়িত্বও পালন করেন তিনি।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com