‘প্রফেট সং’ উপন্যাসের জন্য আইরিশ লেখক লিঞ্চের জিতল বুকার পুরস্কার
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৩, ১৫:২১
‘প্রফেট সং’ উপন্যাসের জন্য আইরিশ লেখক লিঞ্চের জিতল বুকার পুরস্কার
শিল্প-সাহিত্য ডেস্ক
প্রিন্ট অ-অ+

চলতি বছর আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন আয়ারল্যান্ডের লেখক পল লিঞ্চ। ‘প্রফেট সং’ উপন্যাসের জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। ‘প্রফেট সং’ হচ্ছে লিঞ্চের পঞ্চম উপন্যাস।


এই উপন্যাসে তিনি ভবিষ্যতের এক কাল্পনিক টোলাটেরিয়ান বা সর্বগ্রাসী সমাজের ভয়ংকর অবিচারের ছবি সামনে এনেছেন। সেই সমাজে এক নারী তার পরিবারকে বাঁচানোর জন্য চেষ্টা করে যাচ্ছেন। এরপর গৃহযুদ্ধ শুরু হয়। ওই নারী তার পরিবারকে নিয়ে বিদেশে পালিয়ে যান।


৪৬ বছর বয়সী ওই লেখক চার বছর ধরে এই উপন্যাস লিখেছেন। তার মাথায় ঘুরেছে সিরিয়ার দীর্ঘ গৃহযুদ্ধ এবং তা নিয়ে পশ্চিমা দেশগুলোর উদাসীনতা।


বুকারের ওয়েবসাইটে লিঞ্চ লিখেছেন, ‘আমি আধুনিক সময়ের বিশৃঙ্খলাকে দেখতে চেয়েছি। পশ্চিমা দেশগুলোর গণতান্ত্রিক ব্যবস্থায় অস্থিরতা, সিরিয়ার সমস্যা, গোটা দেশের বিস্ফোরক অবস্থা, অভিবাসন সমস্যা এবং পশ্চিমা দেশগুলোর উদাসীন মনোভাব... আমি বইয়ের শেষে পাঠকদের এমন একটা জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে তারা শুধু সমস্যাটা জানবেই না, তারা অনুভব করতে পারবে।’


কানাডার সাহিত্যিক ও বুকারের বিচারকদের প্যানেলের সদস্য এসি এডুজেন বলেছেন, ‘আবেগসমৃদ্ধ গল্প বলার রীতিই জয়ী হয়েছে। লিঞ্চ এই রীতিতে অসাধারণ সাফল্য পেয়েছেন।’


আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে দিন কয়েক আগেই অতি-দক্ষিণপন্থিদের তাণ্ডব হয়েছে। এডুজেন বলেছেন, ‘সাম্প্রতিক এই ঘটনা নিয়েও বুকার কমিটিতে আলোচনা হয়েছে। তবে বইটি এই কারণে বুকার জেতেনি।’


তার বক্তব্য, ‘লিঞ্চের বই বর্তমান সময়ের সামাজিক ও রাজনৈতিক উৎকন্ঠাকে ধরতে পেরেছে। সেই সঙ্গে বইতে আছে একটি কালজয়ী থিম।’


তিনি আরও জানিয়েছেন, ‘লিঞ্চকে পুরস্কার দেওয়া নিয়ে সকলেই একমত ছিলেন এমন নয়। ছয় ঘণ্টা ধরে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’


বিবার্তা/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com