শিরোনাম
বাউলকুঞ্জে সাধুমেলার ৫৬তম আসর অনুষ্ঠিত
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৮:১৯
বাউলকুঞ্জে সাধুমেলার ৫৬তম আসর অনুষ্ঠিত
শিল্প-সাহিত্য ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ শিল্পকলা একাডেমির বটতলার বাউলকুঞ্জে অনুষ্ঠিত হয়েছে সাধুমেলার ৫৬তম আসর।


২৬ ডিসেম্বর রাতে সাধুমেলার পরিবেশনায় অংশ নেন দেশের প্রত্যন্ত অঞ্চলের বাউল সাধক ও খ্যাতিমান শিল্পীরা।


বাংলাদেশ শিল্পকলা একাডেমি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত সাধুমেলায় উপস্থিত ছিলেন বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো।


অনুষ্ঠানের শুরুতেই বাউল গান পরিবেশন করেন আয়নাল হক বাউল। তিনি পরিবেশন করেন লালনের বাণী ‘রাখো মারো’। এরপর পরিবেশিত হয় দলীয় গান। বাউল গান পরিবেশন করেন শিল্পী রিতা খাতুন, মো. সাইফুল ইসলাম, মো. মিরাজ সিকদার, প্রিয় বিশ্বাস এবং শ্রী কৃষ্ণ গোপাল।


বাউল গান পরিবেশনার মাঝে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেনে একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী।


শুরুতেই বাউল গান পরিবেশন করেন বিশিষ্ঠ শিল্পীবৃন্দ আব্দুল আউয়াল, চন্দনা মজুমদার, মজিদ বাউল, সমির হোসেন, জহুরা ফকিরানী এবং মো: শিবলী।


এ ছাড়াও বাউল গান পরিবেশন করেন আব্দুল মান্নান তালুকদার, নাবিয়া বিনতে নাছির মিতুল, মো: আয়নাল হক, ফারজানা আফরিন ইভা, মো: ফারুক হোসেন, বিদ্যুৎ শীল এবং শিরিন সুলতানা।


সবশেষে পরিবেশিত হয় দলীয় সংগীত। দলীয় সংগীত পরিবেশন করেন লাভলী সেখ, মো. মুক্তার হোসেন, আফসানা হক ইমু, মোছা. লিনা খাতুন, মোহাম্মদ সেলিম মিয়া, মো. জাহিদুল ইসলাম, কুতুব উদ্দিন, উপমা আক্তার বৃষ্টি, রুমা আক্তার, মো. বাবুল হোসেন, মো. ফারুক মিয়া, মো শাহীন হোসেন, শাহ নেওয়াজ সজীব, রেজাউল করিম রেজা, আখি বেগম, মমতাজ বেগম, মো. মিজান, মিনারা হক, মো. আবু বক্কর সিদ্দিক, মো. নুরুল ইসলাম শেখ, মো. শাহেদ আলী, মো. জাকারিয়া শেখ, রুমানা ইয়াসমিন, মোতালেব, অনন্যা চৌধুরী, সোলেমান শেখ, মেরিনা আক্তার, রাবেয়া আক্তার, মাধবী রায় এবং সামছুল আলম টিটু প্রমুখ।


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com