
বাংলা ভাষার বরেণ্য কবি আবুল হাসানের ৪৮ তম প্রয়াণবার্ষিকী ছিল রবিবার (২৬ নভেম্বর)। কবির স্মরণে ঐতিহ্য প্রকাশ করছে কালজয়ী তিনটি কবিতাগ্রন্থের ঐতিহ্য সংস্করণ।
বাংলাদেশের স্বনামধন্য সাহিত্যিক, প্রেম ও দ্রোহের আধুনিক কবি আবুল হাসান। প্রকৃত নাম আবুল হোসেন মিয়া। পরবর্তীতে আবুল হাসান নামে কবি খ্যাতি অর্জন করেন তিনি। মাত্র ২৮ বছরের এক সংক্ষিপ্ত জীবনে তিনি বাংলা কবিতাকে যা দিয়ে গেছেন, তা সাহিত্যে চিরস্থায়ী হয়ে আছে।
তিনি লিখেছিলেন - ‘মৃত্যু আমাকে নেবে, জাতিসংঘ আমাকে নেবে না, / আমি তাই নিরপেক্ষ মানুষের কাছে, কবিদের সুধী সমাবেশে।’ জাতিসংঘ না নিলেও মৃত্যু ঠিকই নিয়েছিল তাকে ।
অবিস্মরণীয় কবিতার জনক কবি ও সাংবাদিক আবুল হাসান ১৯৭৫ সালের ২৬ নভেম্বর মৃত্যুবরণ করেন।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]