শিল্পকলায় বাতিঘরের ‘ভগবান পালিয়ে গেছে’ আজ
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৩, ১১:৪৮
শিল্পকলায় বাতিঘরের ‘ভগবান পালিয়ে গেছে’ আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সন্ধ্যা ৬:৩০ টায় ‘ভগবান পালিয়ে গেছে’ নাটকের প্রদর্শনী। নাটকটি মঞ্চে এনেছে বাতিঘর।


নাটকের বিভিন্ন অংশে উঠে এসেছে মানুষের মনের এক অসীম ক্ষমতার উৎস। সেই ক্ষমতাবলে মানুষ নিজ বিশ্বাসকে যেমন প্রশ্ন ছুড়ে দেয়, তেমনি অন্ধকারের অতলান্তিকে কোনো কালস্রোত প্রবল বেগে টলিয়ে দেয় তার প্রবল বিশ্বাসের ভিত।


প্রযোজনাটি প্রসঙ্গে জানা যায়, শাস্ত্র অনুযায়ী ঈশ্বরের কোনো রূপ নেই, কিন্ত তার ইচ্ছে আছে। তাই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এভাবেও ব্যাখ্যা করা যায়, আপনার ভেতরে একটা সত্তা আছে, যা আপনি দেখতে পান না। কিন্তু স্রষ্টা প্রতিনিয়ত আপনাকে দেখছেন যে আপনি পানি খাচ্ছেন, কথা বলছেন, হাঁটাচলা করছেন ইত্যাদি। এসব কিছু করতে গিয়ে আপনি নিশ্চয়ই অনুভব করেন আপনার গভীরে একজন ‘আমি’ বসবাস করে। আপনার বাহ্যিক আচরণের অনেক কিছুর সঙ্গেই রয়েছে সেই আমির দ্বন্দ্ব। আপনি হয়তো রাগে কোনো অসংলগ্ন কথা বলে ফেলছেন, অথচ আপনার ভেতরের সেই আমি চাইছে না সেই কথা বলুন।


এই আচরণের পরবর্তীতে অনুশোচনায় ভুগছেন। ভেতরের সেই চরম অনুভূতিশীল মানবিক যে সত্তা প্রতি মুহূর্তে আমাদের দেখে যাচ্ছে আমি তাকেই বলছি ভগবান। যে চোখ দিয়ে দেখছে না, দেখছে বিবেক দিয়ে। বিবেকের কণ্ঠস্বরই হচ্ছে ভগবানের কণ্ঠস্বর। সেই বাস্তবতায় ভগবান পালিয়ে গেছে কথাটি আক্ষরিক অর্থে ভগবানের পলায়ন নয়। এটা আমার আমির পলায়ন। দিনে দিনে আমরা সবাই আমাদের নিজস্ব সত্তা থেকে বিবেক ও মানবিকতাকে হারিয়ে ফেলছি।


নাটকের কাহিনীতে উঠে এসেছে মানুষের মনের অসীম ক্ষমতার চিত্র। সেই ক্ষমতা দিয়ে মানুষ তার বিশ্বাসকে যেমন খোলামনে প্রশ্ন করতে পারে, তার চেয়েও সহজে নিজ বিশ্বাসকে সীমাহীন অন্ধকারে তলিয়ে দিতে পারে। ঈশ্বর বিশ্বাস, ভূত-প্রেত বিশ্বাসসহ সকল বিশ্বাস এই একই বৃন্তে হাজার কুসুমের ন্যায় একে অন্যকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে যুগের পর যুগ বেঁচে থাকে। সময়ে সময়ে বিশ্বাসের পাত্র বদলালেও রূপ বদলায় না। অসহায় ও দুর্বল মানুষের আশ্রয়স্থল অর্থাৎ বিশ্বাস নিয়ে চলে এক শ্রেণির মানুষের ব্যবসা।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com