‘বটতলা’র নাট্যপ্রদর্শনী ২ নভেম্বর শুরু
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০৯:৩১
‘বটতলা’র নাট্যপ্রদর্শনী ২ নভেম্বর শুরু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রদর্শনী হতে যাচ্ছে নন্দিত নাট্য সংগঠন ‘বটতলা’র ১৭তম প্রযোজনা ‘সখী রঙ্গমালা’। রাজধানীর বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ২ থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলবে ‘সখী রঙ্গমালা’র প্রদর্শনীগুলো। সময় বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।


মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটকটির টানা পাঁচটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ‘বটতলা’ নাটক সব সময় মানুষের এবং সর্বপ্রাণের অধিকারের কথা বলে।


সেই ধারাবাহিকতায় নারী পুরুষের বা ক্ষমতার রাজনীতির বাইরে দাঁড়িয়ে ভিন্ন রাজনীতিও যে জীবনের জন্য মুখ্য হয়ে উঠতে পারে ‘সখী রঙ্গমালা’ তেমনই এক আভাস দিয়ে যাবে দর্শকের মনে।


‘সখী রঙ্গমালা’র আখ্যানের শেকড় বোনা আছে নোয়াখালী অঞ্চলের কিংবদন্তী ‘চৌধুরীর লড়াই’- এ। প্রজন্মান্তরে বহু লোকশ্রুত ও নন্দিত এই লোকজ আখ্যান নয়া ভাষ্য পেল শাহীন আখতার এর উপন্যাস সখী রঙ্গমালাতে। আর বটতলা‘য় এই উপন্যাসের মঞ্চভ্রমণের পরিসর রচনায় ‘সখী রঙ্গমালা’ উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com