সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়েজিয়ান নাট্যকার জন ফস
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০১:৪৭
সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন নরওয়েজিয়ান নাট্যকার জন ফস
শিল্প-সাহিত্য ডেস্ক
প্রিন্ট অ-অ+

সুইডিশ একাডেমি বৃহস্পতিবার নরওয়েজিয়ান নাট্যকার জন ফসকে নোবেল সাহিত্য পুরস্কার প্রদান করেছে। ইউরোপের সমসাময়িক নাট্যকারদের মধ্যে তার নাটকগুলো সবচেয়ে বেশি মঞ্চস্থ হয়েছে।


সুইডিশ একাডেমি বলেছে, তাকে তার ‘অনির্বচনীয়কে কণ্ঠস্বর দেয়া উদ্ভাবনী নাটক ও গদ্য’র জন্য সম্মানিত করা হয়েছে।


তার লেখা আধেয়ের চেয়ে আঙ্গিকের দিয়েই বেশি সংজ্ঞায়িত হয়, সেখানে অব্যক্ত ভাব প্রায়ই ব্যক্ত কথামালার চেয়ে বেশি বাঙ¥য়।


ফসের কাজকে প্রায়শই অন্য নোবেলজয়ী স্যামুয়েল বেকেটের সঙ্গে তুলনা করা হয়, ফোসের সৃষ্টিকর্ম মিনিমালিস্ট, তা সরল ভাষার ওপর নির্ভর করে তাল, লয় ও মৌনতায় মাধ্যমে তার বার্তা প্রকাশ করে।


তার প্রধান রচনাগুলোর মধ্যে রয়েছে সমালোচকদের কাছে বহুল-সমাদৃত ‘বোটহাউস’ (১৯৮৯), ও ‘মেলাঙ্কোলি’ ১ ও ২ (১৯৯৫-১৯৯৬)।


বেশ কয়েক বছর ধরে ৬৪ বছর বয়সী ফস নোবেল পাবেন বলে ব্যাপক জল্পনা-কল্পনা চলছিল।


জুরি বলেন, ‘নরওয়েজিয়ান নাইনর্স্কে (নরওয়ের লিখিত ভাষার একটি রূপ) এবং বিভিন্ন ধারায় বিস্তৃত তাঁর বিশাল রচনার মধ্যে রয়েছে প্রচুর নাটক, উপন্যাস, কবিতার সংগ্রহ, প্রবন্ধ, শিশুদের বই ও অনুবাদ।’


‘তিনি বর্তমানে বিশ্বের সবচেয়ে সামদৃত নাট্যকারদের অন্যতম হলেও গদ্যের জন্যও তিনি ক্রমেই স্বীকৃৃত পেয়েছেন।’


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com