শিরোনাম
৩০টি পুতুলনাট্য নিয়ে গণজাগরণের পুতুলনাট্য উৎসব
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৫০
৩০টি পুতুলনাট্য নিয়ে গণজাগরণের পুতুলনাট্য উৎসব
শিল্প-সাহিত্য ডেস্ক
প্রিন্ট অ-অ+

‘শিল্প সংস্কৃতি ঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ’ গড়ার অভিলক্ষ্যে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাব আমরা উন্নতির শিখরে’। এই প্রতিপাদ্য নিয়ে ‘গণজাগরণের শিল্প আন্দোলন’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।


সংস্কৃতির সবচাইতে শক্তিশালী মাধ্যম হলো লোক সংস্কৃতি যার অন্যতম আঙ্গিক পুতুলনাট্য। লোক শিক্ষার অন্যতম বাহন এটি। যুগে যুগে যা তার উপস্থাপনা ও প্রয়োগশৈলীর মাধ্যমে বিষয়বস্তু, সময় এবং পরিস্থিতিকে ব্যাখ্যা করে মানুষের আত্মিক উন্নয়নের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের সামষ্টিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।


উন্নয়ন প্রক্রিয়ায় সর্বসাধারণকে সম্পৃক্ত ও অনুপ্রাণিত করতে বিষয়ভিত্তিক পুতুলনাট্য প্রদর্শনী অত্যন্ত কার্যকরী কৌশল। বাংলাদেশ তার অভিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে চলছে। এই সামগ্রিক উন্নয়নের টেকসই রূপায়নে সব শ্রেণি, সম্প্রদায়ের মানুষকে সম্পৃক্ত ও অনুপ্রাণিত করতে বাংলাদেশ শিল্পকলা একাডেমি দেশব্যাপী ৩০টি পুতুলনাট্য দলের পরিবেশনায় ১২০টি স্থানে ‘গণজাগরণের পুতুলনাট্য উৎসব -২০২৩’ আয়োজন করেছে।


২৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই উৎসব ১০ অক্টোবর পর্যন্ত উৎসব চলবে।


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com