
প্রখ্যাত কবি ও সাহিত্যিক আসাদ চৌধুরীর শরীরে এনজিওগ্রামের মাধ্যমে হার্টের দুটি ব্লক সারানো হয়েছে। তিনি বর্তমানে কানাডার টরন্টোর পার্শ্ববর্তী শহর ওসোয়ারের একটি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন।
১৮ সেপ্টেম্বর, সোমবার সকালে কবির জামাতা নাদিম ইকবাল ফেসবুকে জানিয়েছেন, এনজিওগ্রাম করে দুটি ব্লক ৯৯ ও ৮৮ শতাংশ সারানো হয়েছে। আপাতত আসাদ চৌধুরীর সঙ্গে দেখা করা যাবে না। তিনি সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
তিনি আরও জানান, প্রচণ্ড শ্বাসকষ্ট হওয়ায় রবিবার (১৭ সেপ্টেম্বর) সকালে আসাদ চৌধুরীকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৯টা পর্যন্ত তাকে আইসিইউতে রাখা হয়। পরে সিসিইউতে নেওয়া হয়। আসাদ চৌধুরীর ফুসফুস ও হার্ট খুব জটিল অবস্থায় আছে।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]