কে যে কী‌সে আটকায়
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ১৩:০৩
কে যে কী‌সে আটকায়
মাসুম আওয়াল
প্রিন্ট অ-অ+

কে যে কী‌সে আটকায়
গ‌বেষণা তা নি‌য়ে,
কর‌ছি না গুলবা‌জি
বল‌ছি না বা‌নি‌য়ে।


মন প্রাণ খু‌লে লো‌কে
কত কথা বল‌ছে,
কে যে কী‌সে আটকায়
গ‌বেষণা চল‌ছে।


ছড়া লি‌খি ছু‌টি‌তে
ছাগলেরা খুঁ‌টি‌তে
গরু কই? গোয়া‌লে,
মুখ গুঁ‌জে পোয়া‌লে।
স‌র্ষেরা ঘা‌নি‌তে
মাছগু‌লো পা‌নি‌তে
গাছগু‌লো মা‌টি‌তে
খোকা ব‌সে পা‌টি‌তে
কথা ব‌লে পাকা সে
তারা জ্ব‌লে আকা‌শে
খু‌শি ম‌নে জা‌গো‌ রে
নীল তি‌মি সাগ‌রে
মন্ত্রী গ‌দি‌তে
মি‌ঠা মিঠা মাছগু‌লো
আটকায় নদী‌তে।


দে‌খো দে‌খো খোকা খুঁ‌কি
খাতা ভ‌রে আঁ‌কে মাছ,
ডোবা ন‌ালা পুকু‌রে ও
বিলে ঝিলে থা‌কে মাছ।
মাছ থা‌কে কাঁচঘ‌রে
মাছ থা‌কে খা‌লে ভাই,
আটকায় বড়‌শি‌তে
আটকায় জা‌লে ভাই।
প্রজাপ‌তি মৌমা‌ছি
ম‌জা পায় ছোটা‌তেই,
ক‌লিগু‌লো ফুল হ‌য়ে
ফো‌টে সব বোঁটাতেই।
মিস ক‌রি ফুল পা‌খি
ঘাস ভরা মাঠ‌কে,
প্রেম প্রকৃ‌তির মা‌ঝে
ক‌বি থা‌কে আট‌কে।
বোকা ঘু‌ড়ি ও‌ড়ে না তো
মা‌টি মু‌খে লাট খায়,
আরও কত কিছু আ‌ছে
কত কীসে আটকায়।


খে‌লোয়াড় খে‌লে যায়
অপরা‌ধি জে‌লে যায়
চোরগু‌লো হাওয়া খায়
পু‌লি‌শের ধাওয়া খায়
ইঁদু‌রেরা ক‌লে যায়
তারপর জ‌লে যায়
মশা‌ দে‌খে পি‌ছে যায়
মশা‌রির নি‌চে যায়।
পিঁপ‌ড়েরা হানা দেয়
ঘ‌রে সব জি‌নি‌সে,
উঁই পোকা আর‌শোলা
আটকায় ফি‌নি‌সে।


হা‌সি হা‌সি মুখ নি‌য়ে
কথা হ‌বে টাটকায়,
পাটকা‌ঠি‌ আঠা মাখা
ফ‌ড়ি‌ঙেরা আটকায়।
বন আ‌ছে কত? কথা-
ব‌লি কোন জায়গার,
‌শিকা‌রির ফাঁ‌দে প‌ড়ে
সিংহ ও ট‌াইগার।
চি‌ড়িয়াখানায় থা‌কে
কত প্রাণী আট‌কে,
মিস ক‌রে বন আর
সবু‌জের হাট‌কে।
ফাঁ‌দে পড়া পা‌খি দে‌খে
কাঁ‌দে কা‌রো মনটা,
সিগনা‌লে বাসে ব‌সে
কা‌টে কত ঘন্টা।


কে যে কী আটকায়
ব‌লে শেষ হয়না,
নারী কীসে আটকায়
শা‌ড়ি নাকি গয়না।
কীরকম বর পে‌লে
কীরকম ঘর পে‌লে
নারী আর ন‌ড়ে না,
না বল‌লে এই সব
লো‌কে ছড়া প‌ড়ে না।
কতটুকু ঝাল হ‌বে
কোন তরকারি‌তে,
পুরু‌ষেরা আটকায়
কী রকম নারী‌তে?
উত্তর খোঁজ তু‌মি
তা‌তে কো‌নো মানা নেই,
রহস‌্য ঘেরা ধরা
সব কিছু জানা নেই।


যা হবার তাই হয়
নেই সব জান‌তে,
বোকারাম মাথা চাও
থা‌কো কান টান‌তে।
ভে‌বে বু‌ঝে ক‌রো কাজ
কেউ যে‌নো হা‌সে না,
কান টান‌লেই মাথ‌া
আজ কাল আ‌সে না।
কান ছিঁ‌ড়ে চ‌লে আ‌সে
মাথা যায় ফস‌কে,
ভাবনাটা অ‌হেতুক
কে কর্মী বস কে?


ছড়া শেষ এই ছড়া
আটো‌কের, মু‌ক্তির,
জা‌নি আর দরকার-
নেই কোন যুক্তির।
ভা‌লোবে‌সে বাঁ‌চো এটা
বাণী নয় নাট‌কের,
ভা‌লো হোক মানু‌ষের
ভা‌লো হোক পাঠ‌কের।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com