
গানবাজনার শিল্পী নয় সে...?
গানবাজনার শিল্পী নয়
সে
তবুও কিন্তু
অভিনয়ে বেশ পাকা?
স্বামী-শাশুড়ির গলা ধরে
তাই
মাঝে
মাঝেই
হাতিয়ে নেয়
স্বর্ণালংকার ও টাকা!
বান্ধবী তার ডজন
খানেক
তবে
বন্ধুও মাগার কম নয়?
মাঝে মাঝেই পার্টির
নামে
তাই তো তাকে
ঘরের বাইরে যেতে হয়?
তার বাহন ওই স্কুটি
এখন
বরাবরই
নিজেই ড্রাইভ করে?
পাঁচতলার এক বাড়ি
হলেই
কিনবে গাড়ি
এমন বায়না ও ধরে?
বাইক এক্সিডেন্ট করার পরই!
ছবির মতো গোছানো
সংসার
সবার মনেই
ছিলো অনেক সাধ?
বাইক এক্সিডেন্ট করার
পরই
স্বপ্ন ভেঙে
সব হয়ে যায় বর্বাদ!
৫ লাখ টাকায় বাইক
কিনে
তা
প্রেজেন্ট করার পরে?
ওভারস্পিডে চালাতে
গিয়ে
একমাত্র
ছেলেটা মায়ের
এক্সিডেন্ট তাই করে!
স্পট-ডেড সে না হলেও
তবু
থেঁতলে যায় তার মাথা;
হসপিটালে
নেয়ার
পরেই অবস্থা হয় যাতা!
যমের সাথে পাঞ্জা লড়ে
ও
যায় না
তাকে তাই তো ধরে রাখা?
অবশেষে মায়ের কোল
তার
হয়ে যায় একদম ফাঁকা!
পুত্র শোকে মামনি তার
একদিন
আবার
হঠাৎ ব্রেনস্ট্রোক করে;
কয়েক ঘণ্টা কোমায়
থেকে
অবশেষে
ছেলের পথটা-ই ধরে?
বাপ থাকে তার বিদেশ
বিভূঁই
বড়ো বোনটায় দেশে ;
পুত্র শোকে বাপটাও
একদিন
যায় মরে তাই শেষে?
বোনটা-ও এখন মরার
পথে
তাকেও
কিন্তু দেখার কেহই নাই?
কংস মামার অত্যাচারে
নিচ্ছে
আজ
সে পরের বাসায় ঠাঁই!
এমনতরো অবস্থা যেনো
হয় না
কারোর
মহা শত্রুর ও আজ?
বাইক চালককে কন্ট্রোল
করো
নইলে কিন্তু
পড়তে-ই পারে
তোমার মাথায়ও বাজ?
অন্ধ বিশ্বাস
বৌয়ের প্রতি অন্ধ বিশ্বাস
বহু
লোকেরই
এখনো কিন্তু আছে?
অথচ তারা বছরের পর
বছর
কেহ-ই
থাকে না বৌয়ের কাছে?
বৌঠান তাদের কোথায়
যায়
কি করে তা
কেউ জানে না তারা?
সত্য কথা জানালে কেহ
অমনি তাকে
বাক্য
বানে করে কিন্তু সারা?
পরিনামে যা হবার ভাই
তাই-ই
কিন্তু
অনেকজনের আজ হয়;
স্বামীর কষ্টের উপার্জনে
অনেক বৌঠান-ই
মৌজ করে
ঐ পরকিয়ায় লিপ্ত রয়?
তাই তো বলি কারো প্রতি
বিশ্বাস থাকা
খুবই ভালো তবে
অন্ধ বিশ্বাস ভালো নয়?
এই বিশ্বাসে অনেকসময়
অনেক
জনেরই
মহা ক্ষতির কারণ হয়!
ছেলে হলেই সাত খুন মাফ?
ছেলে হলেই সাত খুন
মাফ?
এমন ভাবার কারণ নাই!
যে ছেলেই আজ করুক
এসব
তার বিচারটা আগে চাই?
নষ্টের মূল ঐ মেয়ে নয়
একা
ছেলেকেও আজ দেখি?
একটুখানি সুযোগ পেলেই
টাংকি
মারতে
আড়চোখে দেয় উঁকি?
দিবাস্বপ্নও দেখায় অনেক
এই
ছেলেটা
মেয়েকে পটাতে আজ?
তার কথাতে বিশ্বাস করে
মেয়েটাও
কিন্তু
করে অনৈতিক সব কাজ?
ধরা পড়লেই মেয়ে খারাপ
চরিত্রহীনা!
এমন অপবাদ
তাইতো তাকে সইতে হয়?
কেউ দেখেনা ছেলের দোষ
আজ
যা হওয়াটা
মোটেও কিন্তু উচিৎ নয়?
পুরুষশাসিত সমাজ বলেই
সব দোষ আজ
মেয়ের হবে
এমন
সমাজ চাই না কিন্তু আর-
ছেলেকে তোমার মানুষ
করো আর
নোংরামিটায়
তার পক্ষ করো পরিহার?
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]