শিরোনাম
শিল্পকলায় ২ থেকে ৬ জুন ‘নিরীক্ষার কল্পনাপ্রবণতা’
প্রকাশ : ০২ জুন ২০২৩, ০৩:২৮
শিল্পকলায় ২ থেকে ৬ জুন ‘নিরীক্ষার কল্পনাপ্রবণতা’
শিল্প-সাহিত্য ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুক্রবার (২ জুন) শুরু হচ্ছে চলচ্চিত্র কর্মশালা ‘নিরীক্ষার কল্পনাপ্রবণতা’। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের আয়োজনে পাঁচ দিনের এই কর্মশালা পরিচালনা করবেন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা আশিস অভিকুন্তক।


থিয়েটার নির্মাতা, অভিনয়শিল্পী ও সাহিত্যচর্চায় নিয়োজিত যেকোনো মাধ্যমের শিল্পীরা এ কর্মশালায় অংশ নিতে পারবেন।


৬ জুন পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কর্মশালাটি চলবে। পাশাপাশি আশিস অভিকুন্তকের নির্বাচিত চলচ্চিত্র নিয়ে শুক্রবার থেকে ৪ জুন পর্যন্ত প্রতিদিন বিকেল পাঁচটায় থাকবে চলচ্চিত্র প্রদর্শনী—শিল্পকলার চিত্রশালা মিলনায়তনে। এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


নির্মাতা আশিস অভিকুন্তক প্রদর্শনীগুলোতে উপস্থিত থাকবেন।


২ জুন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় অনুষ্ঠিত হবে ‘মিট দ্য ডিরেক্টর সেশন’। নির্মাতা এই সেশনে সরাসরি দর্শকদের সামনে উপস্থিত থেকে তাঁর চলচ্চিত্র ও নির্মাণপ্রক্রিয়া নিয়ে নানা প্রশ্নের উত্তর দেবেন।


এ ছাড়া এই আয়োজনে আরও উপস্থিত থাকবেন আশিস অভিকুন্তকের সহধর্মিণী ও তাঁর একাধিক চলচ্চিত্রের অভিনয়শিল্পী দেবলীনা সেন।
কর্মশালার শেষ দিন ৬ জুন বিকেল পাঁচটায় শিল্পকলা একাডেমির সেমিনার হলে ‘সিনেমা প্রায়োগা’ শিরোনামের মাস্টার ক্লাসে অংশ নেবেন তিনি। এই অধিবেশনও সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com