শিরোনাম
‘ফওস্বল লিটারেচার ফেস্টিভাল’-এ বাংলাদেশ
প্রকাশ : ২৪ মার্চ ২০২৩, ১১:০৬
‘ফওস্বল লিটারেচার ফেস্টিভাল’-এ বাংলাদেশ
শিল্প-সাহিত্য ডেস্ক
প্রিন্ট অ-অ+

ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচার (FOSWAL) আয়োজিত ‘ফওস্বল লিটারেচার ফেস্টিভাল’-এ যোগ দিচ্ছেন বাংলাদেশের বেশ কয়েকজন কবি-লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব।


আগামী ২৬ থেকে ২৮ মার্চ ভারতের নিউ দিল্লিতে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হবে এই সম্মেলন। এবারের সম্মেলনে যোগ দিচ্ছেন ভারত, বাংলাদেশ, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইউএসএ, ভুটান, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা, মিয়ানমারসহ বিভিন্ন দেশের লেখকগণ।


বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, কথাসাহিত্যিক সেলিনা হোসেন, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক, দৈনিক সংবাদ-এর সাহিত্য সম্পাদক কবি ওবায়েদ আকাশ, কবি ভাগ্যধন বড়ুয়া, কথাসাহিত্যিক মোহিত কামাল, কবি কামরুল হাসান, সানাউল হক, আশরাফ জুয়েল, সেঁজুতি বড়ুয়া, অজয় কুমার রায় প্রমুখ।


পদ্মশ্রী প্রাপ্ত বিশিষ্ট লেখক অজিত কাউরের নেতৃত্বে এ সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে প্রায় দেড় দশক ধরে। একাডেমি অব ফাইন আর্টস অ্যান্ড লিটারেচার ফেস্টিভালের যৌথ উদ্যোক্তা। কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ, শিল্পকলাসহ সংস্কৃতির নানান বিষয় নিয়ে তাদের কার্যক্রম রয়েছে। তিনদিনে অন্তত তেইশটি অধিবেশনের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হবে।


বিবার্তা/এসবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com