শিরোনাম
বিষন্ন জনপদ
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২০, ১৯:০৯
বিষন্ন জনপদ
জান্নাতুল ফেরদৌস আলেয়া
প্রিন্ট অ-অ+

ঘুমাতে পারি না সারারাত,


করতে পারি না কোন কাজ।


কোথাও স্বস্তি নেই,


মাথার মধ্যে গনগনে আগুন


জ্বলছে তো জ্বলছেই।


বাকরুদ্ধ বীরাঙ্গনার মতো


তাকিয়ে আছি বিক্ষত মানচিত্রে,


এ কী আমার দেশ!!!!!!


কেউ কী জানো,


৭১ এর ভয়াল কালো রাত্তির


কবে হবে এর শেষ?


ঘরে - বাইরে কবে


নিরাপদ হবে নারী!!


সেদিন আরো কতোদূরে?


যখন থামবে ধর্ষিতার আহাজারি!!


প্রতিদিন নিত্য ভয়ার্তের


এই মেগাসিরিয়াল আর কতো!


শুধু ২০ সনেই প্রায় ১০০০


বিভৎস দৃশ্য হয়েছে গত।


একে একে চোখের পানি শেষ


বুকের মাঝে চলছে ভীষণ খরা,


এমসি থেকে এখলাসপুরে


হঠাৎ যেনো থমকে গেছে ধরা।


মলমে সারে না ক্যান্সার।


কেটে ফেলো যতোটা প্রয়োজন।


এই বিষবৃক্ষ শিকড়সহ উপড়ে ফেলতে হবে


কয়লা আর করো না প্রক্ষালণ।


বিষন্ন এই অচেনা জনপদে


হায়েনাগুলো ঠিক মানুষের মতো,


লেখাপড়া করে, গাড়িঘোড়া চড়ে


রাজনীতি করে কতো!


“জাগো, বাহে, কোনঠে সবায়? "


জাগো হে বহিন,


জাগো মানুষ,


বাঁচাও সম্ভ্রম, বাঁচাও জীবন।


এখনই রুখে দাঁড়াও।


নইলে বাঁচবে না কেউ জেনো।


যে সভ্যতা উল্টো দিকে হাঁটে


সে সভ্যতার প্রয়োজন নেই কোন।


বিবার্তা/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com