
তবে তুমুল প্রতিবাদ হোক!
যখন বাক-স্বাধীনতার মোড়কে
তোমরা আমার সমস্ত অবিনাশী অভিজাত্যে
পরাতে চাও অপযশ আর মিথ্যাচারের লাঞ্ছনা।
হৃদয়ের সবচেয়ে ঝলমলে শুদ্ধ অথচ-
স্পর্শকাতর ধমনীতে ছুড়ে দাও আক্রোশ!
তবে জেনো, আমিও শানিত শেলের স্বরে গর্জে উঠতে জানি
আমারও দুহাত জানে শেকল ভাঙ্গার ক্ষিপ্রতা।
আমারও শৌর্যবীর্য এতোটা ঠুনকো নয় যে ক্লেদে ডুবে যাবে তোমার আঘাতে।
তবুও পিছুটান লাগে তবু হেরে যাই বারবার তাঁর অমিয় বানীর আশ্বাসে।
"এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা কর"
যেদিন নগ্নপায়ে সমস্ত মহাজগতের ক্লান্তি নিয়ে
সমস্ত মহাশুন্যের ভয় আর তৃষ্ণা নিয়ে দাঁড়াবো হাশরের প্রান্তরে।
জানি কেউ বলবে না আমার কথা
জানি কেউ নেবে না আমার খোঁজ।
শুধু সেই স্নেহশীল সত্তা শাফায়াত নিয়ে দাঁড়াবে, আমার শাফায়াতে!
শুধু সেই স্নেহশীল সত্তা আমার তৃষ্ণা মেটাতে বাড়িয়ে দেবে পেয়ালা কাওসারের!
ইতিহাস সাক্ষি,
তোমরাই এনেছ বারবার অন্ধকার আর দৃষ্টিহীনতার বারতা
তোমরাই হেনেছ বারবার শান্তি সমঝোতার নামে অশুভ সময়ের সংঘাত।
কি লজ্জাহীনতা তোমাদের!
নির্বিবাদের পতাকা উড়িয়ে তোমরাই পুষে রাখো ত্রাসের আগুন!
অতঃপর চেয়ে থাক নির্বিকার।
এরপরেও চোখ মেলে দেখ, আমরা হেরে যাইনি একবারও।
তোমাদের আকাশে যেখানে বিদ্রুপের অট্টহাসে বেজে ওঠে শহর,
হয়তো সেই শহরের বাতাসেই কখনো ধ্বনিত হবে তাঁর নাম!
হয়তো সেই শহরের আলোতেই মুখরিত হবে সেই অমিয় আহ্বান!
আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ... আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ...
হাইয়ালাল সালাহ... হাইয়ালাল ফালাহ...
আমি সাক্ষ দিচ্ছি আল্লাহ্ আর কোনো ইলাহ নেই...
আমি সাক্ষ দিচ্ছি মুহাম্মাদুর রাসুলুল্লাহ আল্লাহ্র রাসুল...
নামাজের দিকে এসো... কল্যাণের দিকে এসো...
বিবার্তা/এনকে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]