শিরোনাম
হাজতী বা কয়েদী
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২০, ০০:৩০
হাজতী বা কয়েদী
শারমিন জাহান
প্রিন্ট অ-অ+

বেশ কদিন টানা বৃষ্টি শেষে
শরতের শেষ বিকেলে ঝলমলে সোনা রোদ্দুর,
পূবাকাশে নানান রঙ্গের মেঘের ভেলা।


কাশিমপুর মহিলা কারাগারের ঘন সবুজে
মন মাতানো দখিনা হাওয়া।


তবুও চিতার আগুন বুকে নিয়ে
আগুন সময়ের প্রতিটি প্রহর পার করে তারা।


তবুও তারা খায়, ঘুমায়, গলা ছেড়ে গানও গায়।


যে চোখে সময়ে অসময়ে -
বাণের জলের মতো বর্ষা নামে;
সে পোড়া চোখই আবার
কতো রঙ্গিন স্বপ্নে হেসে ওঠে।


কিশোরী - বৃদ্ধা, ধনী - গরীব, হিন্দু - মুসলিম -
এখানে সবাই এক।


তবুও রক্ষী, পাহারা আর রাইটারদের কল-কোলাহলে
এ যেনো এক অন্য পৃথিবী
এখন তারা সবাই অপরাধী বা নিরপরাধী
কেবল তাদের একটাই পরিচয় হাজতী বা কয়েদী।।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com